আজকাল ওয়েবডেস্ক: সোমবার সামান্য স্বস্তি মিলেছিল। মঙ্গলবার ফের গরম স্বমহিমায়। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের মালদা ও দুই দিনাজপুরেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। মৌসম ভবন জানিয়েছে আপাতত শুক্রবার অবধি পশ্চিমবঙ্গে চলবে তাপপ্রবাহ। আবার কর্নাটক, ওড়িশা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডেও চলবে তাপপ্রবাহ।
মঙ্গলবার দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার কোনও লক্ষ্মণ নেই। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এদিকে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায় মাত্রাতিরিক্ত গরমের পূর্বাভাস রয়েছে।
বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূমে। পূর্ব ভারতে আগামী চার দিন তাপপ্রবাহ পরিস্থিতি একইরকম থাকবে বলে আইএমডি জানিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ থেকে ৪৫ ডিগ্রির আশেপাশে।
এদিকে, উত্তর পূর্ব ভারতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার কোনও লক্ষ্মণ নেই। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এদিকে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায় মাত্রাতিরিক্ত গরমের পূর্বাভাস রয়েছে।
বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূমে। পূর্ব ভারতে আগামী চার দিন তাপপ্রবাহ পরিস্থিতি একইরকম থাকবে বলে আইএমডি জানিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ থেকে ৪৫ ডিগ্রির আশেপাশে।
এদিকে, উত্তর পূর্ব ভারতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
