নিজস্ব সংবাদদাতা: এই বৈশাখ যেন মন কেমনের। খরক্ষিপ্ত তাপে কোথাও যেন পোড়ে মন"ও। তাই কি উদাসী অভিনেতা রণজয় বিষ্ণু? তাঁর ইনস্টাগ্রাম পোস্ট জুড়ে শুধুই যেন প্রেমিকের বেদনা- "ভালবাসা কোনও অনুভূতি নয়, ভালবাসা আসলে প্রতিশ্রুতি!" ভিডিও পোস্ট করে অভিনেতা ক্যাপশনে জানতে চেয়েছেন অনুরাগীদের অনুভূতিও। তাতেই কমেন্টের বানভাসি। পোস্ট ইতিমধ্যেই ভাইরাল।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by RANO JOY (@rano_joy22)
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তিনি কি প্রাক্তনকে মিস করছেন? সপাট জবাব, ""একেবারেই না। বললে জোর করে বলা হবে।"" তাহলে বৈশাখি দিনে এমন মন খারাপের পোস্ট কেন? উত্তর এল, ""নিছক মনে হওয়া থেকেই।"" বাকি যে যাই ভাবুক না কেন, বা যতই দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করুন না কেন, তা নিছক কাকতালীয়। ভিডিওতে প্রেম নিয়ে নিছক তাঁর অনুভূতির কথাই জানিয়েছেন অভিনেতা। বলতে পারেন প্রেমের উদযাপনে তিনি একাই। কারণ তিনিই এখনও সিঙ্গল। "কোন গোপনে মন ভেসেছে"র অভিনেতা কীভাবে দেখেন প্রেমকে? রণজয়ের কথায়, "প্রেম আসলে একটা বাড়ির মতই। আমরা দিনের শেষে চার দেওয়ালে নয়, যেকোনও একটা মানুষের কাছেই ফিরি। প্রেম মানে দায়িত্ববোধ। প্রেম মানে যাই-ই হয়ে যাক না কেন, সঙ্গে থাকা। সঙ্গে থাকলে সমস্যার যেকোনও একটা উপায় ঠিক বেরিয়ে যায়। তার মানে এই নয়, একসঙ্গে থাকার জন্য অনেক কষ্ট করতে হবে। আমার কাছে প্রেম খুব স্নিগ্ধ একটা ব্যাপার, একটা আলিঙ্গন।"" প্রেম নিয়ে যতই গভীরতা থাক না কেন মনে, অভিনেতা ডুব দিয়েছেন কাজে। একগুচ্ছ কাজের পরিকল্পনা রয়েছে তাঁর। যা ক্রমশ প্রকাশ্যে আসবে। কিন্তু বর্তমান প্রজন্মের প্রেমের পরিভাষা নিয়ে কী মত অভিনেতার ? এই ব্রেকআপ-প্যাচআপের যুগে প্রেমের অবস্থান কী ? অভিনেতার গলায় বিষণ্ণতার সুর- ""আমি বুঝতে পারি না, সত্যিই বুঝতে পারি না। আমার মনে হয়, সবার ভীষণ তাড়াহুড়ো।""