ঝড়-জল থেকে এখনই নেই মুক্তি। বর্ষা রীতিমতো চেনা ছন্দে। আগামী সপ্তাহেও অঝোর ধারায় ভিজবে শহর থেকে গ্রাম। যার জেরে আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
8
বর্ষার শুরু থেকেই ভোগান্তি রাজ্যে রাজ্যে। কোথাও ধসে পড়ছে সেতু, বাড়ি, কোথাও বা হড়পা বানে তলিয়ে গেছে শহরের বিস্তীর্ণ এলাকা, কোথাও আবার মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ বিপত্তি। একটানা বৃষ্টিতে জল যন্ত্রণাও তীব্র।
3
8
মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিনে মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে চরম সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে জল জমা, ধস এবং আরও বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে।
4
8
দু'টি রাজ্যে ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান ও মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি, আজ, শনিবার দিল্লি ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
5
8
আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজস্থান, ১৪ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশ এবং ১৫ ও ১৬ জুলাইয়ে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কঙ্কন ও গোয়া, ১৭ জুলাই পর্যন্ত গুজরাট, ১৪ জুলাই পর্যন্ত মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
6
8
ভূমিধস ও হড়পা বানে ইতিমধ্যেই বিধ্বস্ত হিমাচল প্রদেশ। গত কয়েক সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০০। এর মধ্যেও বিপর্যয় কমার লক্ষণ নেই। আগামী ১৭ জুলাই পর্যন্ত হিমাচল জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
7
8
১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে জম্মু ও কাশ্মীরেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৫ জুলাই পর্যন্ত। ১৬ জুলাই পর্যন্ত ওড়িশা ও বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
8
১৭ জুলাই পর্যন্ত অসম ও মেঘালয়ে, ১৫ জুলাই পর্যন্ত মিজোরাম ও ত্রিপুরায়, ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পারে বিস্তীর্ণ এলাকা। এই রাজ্যগুলিতেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।