আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। দীর্ঘ ১৩ বছর পর ঘরোয়া ক্রিকেটে তাঁকে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনের ম্যাচে দেখা যাবে। রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। ২০১২ সালের পর কোহলির প্রথম রঞ্জি ম্যাচ হতে চলেছে এটি। মঙ্গলবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে কোহলি সতীর্থদের সঙ্গে একাধিক গ্রুপ স্প্রিন্ট এবং ফিল্ডিং ড্রিলসে অংশ নেন। এমনকি ফুটবল, বিভিন্ন ছোটখাটো খেলাতেও মেতে ওঠেন তিনি। রঞ্জিতে কোহলির উপস্থিতিতে ভারতীয় ক্রিকেট মহলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

 

সম্প্রতি রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের মত তারকারা ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছেন। কোহলির দিকটা মাথায় রেখে বিসিসিআইয়ের তরফে স্টেডিয়ামে অতিরিক্ত নিরাপত্তা রাখার ব্যবস্থা করা হয়েছে। বিরাট কোহলির যোগ দেওয়ার পর দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ বর্তমানে বড় আকর্ষণ। সম্প্রতি নিউজিল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে টেস্টে একটি শতরান ছাড়া খুব একটা ফর্মে দেখা যায়নি কোহলিকে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রঞ্জিতে ফর্মে ফেরার চেষ্টায় রয়েছেন কোহলি। তবে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচটি লাইভ সম্প্রচার হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

 

এই খবরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন ভক্তদের জন্য বিরাট কোহলির খেলা বিনামূল্যে দেখার সুযোগ দিয়েছে। তবে দুঃখের বিষয়, এই ম্যাচের কোনও লাইভ টেলিকাস্ট বা লাইভ স্ট্রিমিং হবে না। রঞ্জি ট্রফির জন্য ম্যাচের সম্প্রচারের রোস্টার আগেভাগেই তৈরি করা হয়ে থাকে। চলতি মরশুমে একমাত্র তামিলনাড়ুর বিরুদ্ধে দিল্লির ম্যাচই সরাসরি সম্প্রচারিত হয়েছিল। কোহলির মত ক্রিকেটার রঞ্জিতে অংশ নেওয়ায় ভক্তদের নজর বেশি থাকার কথা স্বাভাবিকভাবেই। তবে শেষ মুহূর্তে যদি কোনও পরিবর্তন না হলে, দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ টিভি কিংবা অনলাইন প্ল্যাটফর্মে দেখানো হবে না বলেই জানা গিয়েছে।