ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব - (আদর্শ-পেনাল্টি, রাহুল, রাকেশ, শ্রীমন্ত, রাহুল)

উত্তরপল্লি মিলন সংঘ - (আকাশ, গৌরভ)

আজকাল ওয়েবডেস্ক: ব্যারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে ম্যাচের বয়স তখন প্রায় ৩০ ছুঁইছুঁই। ভিআইপি বক্সে বসে আফশোস করছিলেন হোসে রামিরেজ ব্যারেটো। নিশপিশ করছিল পা। নিজেকে আর চেপে রাখতে পারলেন না। বলেই ফেললেন, 'এখনও আমি এই গোলটা করে দিতে পারতাম।' দ্বিতীয়ার্ধে অবশ্য সবুজ তোতার হতাশা কাটে। বদলে যায় উচ্ছ্বাসে। পরপর গোল দেখে বারবার হাততালি দিয়ে ওঠেন ব্যারেটো।‌ সোমবার ব্যারাকপুর স্টেডিয়ামে ফাইভ স্টার পারফরম্যান্স ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। প্রথম ডিভিশন কলকাতা লিগের সুপার সিক্স পর্বের দ্বিতীয় ম্যাচে উত্তরপল্লি মিলন সংঘকে ৫-২ গোলে উড়িয়ে দিল ইউকেএসসি। গোলদাতা আদর্শ তামাং, রাহুল চন্দ, রাকেশ ধারা, শ্রীমন্ত কিস্কু এবং রাহুল ভিপি। সুপার সিক্সে জোড়া জয়ে লিগ টেবিলের শীর্ষে ইউকেএসসি। ১৪ ম্যাচে তাঁদের পয়েন্ট ২৯। সমসংখ্যক ম্যাচ খেলে শ্রীভূমির পয়েন্ট সমান হলেও গোল পার্থক্য এগিয়ে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by United Kolkata Sports Club (@unitedkolkatasc)