দেশের রাজ্য একাধিক। প্রতিটি রাজ্যের আলাদা আলাদা ভৌগোলিক অবস্থা। পৃথক আর্থ-সামাজিক পরিস্থিতিও। কোনও রাজ্য পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কোনও রাজ্যের স্থাপত্যে মুগ্ধ বিশ্ব।
2
8
কোনও রাজ্যের চা পাতা মোহিত করে সকলকে। আবার কোনও রাজ্যের শাড়ি। তবে জানেন কি, ভারতে এমনও রাজ্য রয়েছে, যেটিকে বলা হয় স্লিপিং স্টেট অর্থাৎ ঘুমন্ত রাজ্য।
3
8
হিমাচল প্রদেশ। ভারতের এই রাজ্যকেই 'স্লিপিং স্টেট' বলা হয়ে থাকে। কিন্তু কেন এমন নামকরণ? কারণ কী?
4
8
তথ্য, এই রাজ্যের শান্ত-শিষ্ট প্রাকৃতিক পরিবেশ, স্নিগ্ধ গ্রাম, স্তব্ধ পাহাড়ের কারণেই একে মূলত ঘূমন্ত রাজ্য বলা হয়ে থাকে।
5
8
এই রাজ্য মূলত সুদীর্ঘ বিস্তীর্ণ হিমালয়ান ল্যান্ডস্কেপ, অতি পরিচিত পর্যটন কেন্দ্রের জন্য এমনিতেই অতি জনপ্রিয়।
6
8
সেখানে গেলে যেমন দেখা মিলবে কলকল করে বয়ে যয়ায়া নদীর, হেঁতে যেতে পারবেন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, তেমনই হেঁটে গেলে, পাহাড়ের বুকে বরফের গায়ে পড়বে পায়ের ছাপ।
7
8
পর্যটকরা অনেকেই সেখানে ঘুরতে গিয়ে ট্রেকিং করে ওঠেন বরফ-পথ পেরিয়ে। শুধু তাই নয়, নজরকাড়ে পাথর এবং কাঠের তৈরি সেখানকার স্থাপত্যও।
8
8
হিমাচলের রাজধানী সিমলা, তাছাড়াও ডালহোউসি, কশৌলি, ধর্মশালাও পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা।