সলমন খান এই মুহূর্তে ব্যস্ত ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিং নিয়ে। তার মধ্যেই সামনে এল এক খবর, যা ফের উত্তেজনা বাড়িয়েছে অনুরাগীদের মধ্যে। জোর গুঞ্জন, দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ‘কিক ২’ অবশেষে ঘোষণা হতে পারে সলমনের জন্মদিনেই! যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু এই খবর ঘিরে শুরু হয়ে গেছে জোর জল্পনা।
২০১৪ সালের সুপারহিট ছবি ‘কিক’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ নতুন নয়। শোনা যাচ্ছে, কিক-এ জ্যাকলিন ফার্নান্ডেজ যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই জায়গায় নতুন অভিনেত্রীর খোঁজ চলছে নির্মাতাদের। অর্থাৎ ‘কিক ২’-এ জ্যাকলিনের বদলে দেখা যেতে পারে এক নতুন নায়িকা।
বলিউডের অলিতে গলিতে এরই মধ্যেই ফিসফাস শুরু হয়ে গিয়েছে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সলমন খানের জন্মদিনেই ‘কিক ২’-এর ঘোষণা করতে পারেন। এই ছবির জন্য নাকি কৃতি শ্যাননের নাম ভাবা হচ্ছে। যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয়, তাহলে বড়পর্দায় সলমন ও কৃতির জুটি হবে এই প্রথম।
প্রসঙ্গত, ২০২৪ সালেই সাজিদ নাদিয়াদওয়ালা আনুষ্ঠানিকভাবে ‘কিক ২’-এর কথা নিশ্চিত করেছিলেন। তখন তিনি সলমন খানের একটি ফটোশুটের ছবি শেয়ার করেন, যা করা হয়েছিল ‘সিকন্দর’-এর শুটিং চলাকালীন। সেই ছবিতে কালো গেঞ্জি পরে ক্যামেরার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে ছিলেন সলমন, সামনে সারি সারি গাড়ি। এক্স-এ সেই ছবি পোস্ট করে সাজিদ লিখেছিলেন, “গ্র্যান্ড সাজিদ নাদিয়াদওয়ালার তরফে এটা ছিল এক দুর্দান্ত কিক ২ ফটোশুট, সিকন্দর…!!!”

এর আগে জানা গিয়েছিল, ‘কিক ২’-এর শুটিং শুরু হতে পারে ২০২৫ সালে। বলা হচ্ছিল, নিজের প্রযোজনা সংস্থার একাধিক ছবির দায়িত্ব সামলে সাজিদকে সময়সূচি ঠিক করতে হবে। কারণ তিনি চান, সমস্ত প্রজেক্ট নির্বিঘ্নে চলুক, যাতে পুরো মনোযোগ দিয়ে তিনি ‘কিক ২’ পরিচালনা করতে পারেন। সেই সময়ে আরও শোনা যাচ্ছিল, বর্তমানে ‘সিকন্দর’-এর প্রযোজক হিসেবে যুক্ত সাজিদ ইতিমধ্যেই ‘ডেভিল’ চরিত্রের গল্প এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা শুরু করেছেন। দীর্ঘদিনের বন্ধুত্বে বাঁধা সলমন ও সাজিদ, এই জুটি আবার একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলেই দাবি এক সূত্রের।
এর আগে এক সাক্ষাৎকারে সাজিদ নাদিয়াদওয়ালা নিজেই জানিয়েছিলেন, ‘কিক’ তাঁর কাছে কতটা স্পেশ্যাল। “পরিচালক হিসেবে আমার যাত্রা শুরু হয় ‘কিক’ দিয়ে। ‘কিক’-এর নাম উঠলেই ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ডিজিটাল দুনিয়া সব জায়গা থেকে প্রশ্ন আসে, কবে ‘কিক ২’ শুরু হবে। আমি কথা দিচ্ছি, ‘কিক’-এর গল্পের পরের অধ্যায় আসবেই। বিষয়টা পুরো লেখা আছে, তবে সময় দরকার। বড় স্কেল, সঠিক সময় আর প্রেক্ষাগৃহে দর্শক ফেরার পরই আমরা ‘কিক ২’ শুরু করতে চাই” বলেছিলেন সাজিদ।
এখন দেখার, চলতি মাসে সলমন খানের জন্মদিনে সত্যিই এই অপেক্ষার অবসান ঘটে কি না।
