২০২৫ সালে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের একাধিক তারকারা। কেউ কেউ তো গোপনে বিয়ে করে চমকে দিয়েছেন, কেউ আবার রাজকীয় আয়োজনে গাঁটছড়া বেঁধেছেন। তালিকায় আছেন কারা? ছবি- সংগৃহীত
2
6
সামান্থা-রাজ: ১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন রাজ নিদিমোরু এবং সামান্থা রুথ প্রভু। ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার কিছু বছরের মধ্যেই পরিচালক রাজের সঙ্গে নায়িকার নাম জড়ায়। এবার এই ফিসফাসে সিলমোহর দিলেন তাঁরা। ছবি- সংগৃহীত
3
6
হিনা: প্রেমিক রকি জ্যায়সওয়ালের সঙ্গে চলতি বছরে বিয়ে করেন হিনা খান। তাঁর বিয়ের সাজ থেকে মেহেন্দি সবই নজর কেড়েছিল নেটিজেনদের। ছবি- সংগৃহীত
4
6
অভিকা গৌর: প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে পাঁচ বছর চুটিয়ে প্রেম করে এই বছর সাতপাকে বাঁধা পড়েন অভিকা। গত ৩০ সেপ্টেম্বর গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। ছবি- সংগৃহীত
5
6
প্রিয়া বন্দ্যোপাধ্যায়: চালচিত্র খ্যাত অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায় সাতপাকে বাঁধা পড়েছেন এই বছর। প্রতীক বব্বরের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০২৫ সালে গাঁটছড়া বাঁধেন। ছবি- সংগৃহীত
6
6
প্রাজক্টা কোলি: ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে খ্যাতি পান। তারপর বলিউডে হাতেখড়ি হয় তাঁর। পেশাগত যতই খ্যাতিজ প্রতিপত্তি আসুক তার প্রভাব ব্যক্তিগত জীবনে পড়তে দেননি প্রাজক্টা। ছোটবেলার প্রেমিকের সঙ্গেই এই বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ছবি- সংগৃহীত