আজকাল ওয়েবডেস্ক: শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হল প্রশান্ত দেকে। রবিবার সন্ধেয় তাঁর মরদেহ সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির মাঠে নিয়ে আসা হয়। শেষ সম্মান জানায় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ফুটবলার এবং সহকারী কোচরা। প্রশান্ত দের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্লাবের কর্তা, ফুটবলার থেকে কোচিং স্টাফ। শনিবার দুপুরে ইউকেএসসির গোলকিপিং কোচের আকস্মিক মৃত্যুর পর মরদেহ রাখা ছিল সল্টলেকের আইএলএস হাসপাতালে। ময়নাতদন্ত করা হয়। সেখান থেকেই সরাসরি আনা হয় বিধাননগর মাঠে। তারপর গড়িয়ায় শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে তাঁকে বিদায় জানানো হয়। 

শুক্রবার সন্ধেয় গোটা দলের সঙ্গে প্রিমিয়ার ডিভিশনের যোগ্যতাঅর্জনের উৎসবে সামিল হন প্রশান্ত দে। তার কয়েকঘন্টার মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ স্ট্রোকে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪১। শনিবার দুপুরে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির মাঠে প্র্যাকটিস চলাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় মাঠ লাগোয়া আইএলএস হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। মরশুমের শুরু থেকেই গোলকিপিং কোচ হিসেবে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন প্রশান্ত দে। হেড কোচ দীপক মণ্ডলের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দলের ফুটবলারদের সঙ্গে ভাল সম্পর্ক ছিল। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্লাবের সবাই।