আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচ্য বিষয় রোহিত শর্মা। সিডনি টেস্ট থেকে বাদ পড়া নিয়ে চর্চা চলছে। অনেকেই মনে করছেন, রোহিতের অবসর নেওয়া উচিত। কিন্তু ভারত অধিনায়কের ভূয়সী প্রশংসা করলেন সুরেশ রায়না। ক্রিকেটের আসল কিংবদন্তি বলে তাঁকে অ্যাখ্যা দেন এককালীন সতীর্থ এবং প্রাক্তন ক্রিকেটার। সিডনি টেস্ট থেকে নিজের সরে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর এমন মন্তব্য করেন রায়না। নিজের এক্স হ্যান্ডেলে নেতা হিসেবে রোহিতের প্রশংসা করেন প্রাক্তন সতীর্থ। রায়না লেখেন, 'অধিনায়ক হিসেবে শততা এবং আত্মত্যাগের প্রতীক রোহিত শর্মা। ব্যক্তিগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, দলের সাফল্যকে অগ্রাধিকার দেন। প্রয়োজনে সরে দাঁড়াতে জানেন। চলতি টেস্ট সিরিজে ওর অধিনায়কত্ব, ভারতের সাফল্যে ওর দায়বদ্ধতার নিদর্শন। ক্রিকেটের আসল কিংবদন্তি।' 

গত কয়েকদিনে রোহিতের অবসর নিয়ে কথা চলছে। হিটম্যান স্পষ্ট জানিয়ে দেন, খারাপ ব্যাটিং ফর্মের জন্যই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ান তিনি। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের সময় সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলেন রোহিত। জানান,‌ তাঁর না খেলার সঙ্গে অবসরের কোনও সম্পর্ক নেই। রোহিত বলেন, 'এটার সঙ্গে অবসরের কোনও সম্পর্ক নেই। আমি এখনই ক্রিকেট থেকে সরে যাচ্ছি না। এমন কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। আমার ব্যাট চলছে না, তাই সিডনি টেস্টে নেই।' তিনি মেনে নেন, ফর্মে ফেরার কোনও গ্যারান্টি নেই। সেটা দু'মাসও লাগতে পারে, আবার পাঁচ মাসও লেগে যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতি মাথায় রেখে, রানে ফেরার বিষয়ে আশাবাদী রোহিত। চলতি সিরিজে তাঁর গড় ৬.২। সর্বোচ্চ রান ১০। শেষ পাঁচ ইনিংসে এর থেকে বেশি রান করতে পারেননি ভারত অধিনায়ক। রোহিতের এই ফর্ম চিন্তা বাড়াচ্ছে।