আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণ পরই ওমানের বিরুদ্ধে নামবে ভারত। কিন্তু সেই ম্যাচ নিয়ে কোনও হেলদোল নেই বিশ্বের, পুরো ফোকাস সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। ইতিমধ্যেই একবার গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছে ভারত। সুনীল গাভাসকর চান না রবিবারের দ্বৈরথকে খুব গুরুত্ব দিক টিম ইন্ডিয়া। কিংবদন্তি মনে করেন, সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত। যাতে এশিয়া কাপের ফাইনালে পুরোপুরি ফিট থাকতে পারেন ভারতীয় পেসার। সানি মনে করেন, ওমান এবং পাকিস্তানের বিরুদ্ধে বুমরাকে দরকার নেই ভারতের।  

গাভাসকর বলেন, 'আমার মতে, যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত। আমার মনে হয়, পাকিস্তান ম্যাচের জন্যও। যাতে ২৮ সেপ্টেম্বর আরও বড় ম্যাচে থাকতে পারে। ভারতের সেদিকেই নজর থাকা উচিত। বেঞ্চ থেকে একজনকে নিতে হবে। তবে আমার মতে, বুমরাকে নিঃসন্দেহে বিশ্রাম দেওয়া উচিত।' শুধুমাত্র বুমরা নয়, ওমান ম্যাচে আরও একটি পরিবর্তন চান সানি। তিনি চান, সূর্যকুমার যাদব ব্যাটিং অর্ডারে নিজেকে নামিয়ে আনুক। তিলক বর্মাকে তিনে দেখতে চান প্রাক্তন তারকা। এছাড়াও মিডল অর্ডারে সঞ্জু স্যামসনকে দেখতে চান। গাভাসকর বলেন, 'আশা করছি ভারত প্রথমে ব্যাট করবে এবং একই ওপেনিং জুটি রাখবে। তিন নম্বরে না নেমে একটু পরের দিকে নামুক ভারত অধিনায়ক। যাতে তিনে নামার সুযোগ পায় তিলক। সেক্ষেত্রে সঞ্জুও কিছুটা সুযোগ পাবে। তেমন হলে ব্যাটাররা কিছুটা ম্যাচ প্র্যাকটিস পাবে। শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে নয়, আসন্ন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও। বোলারদের থেকেও ব্যাটারদের বেশি প্রস্তুতি প্রয়োজন।' এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। সেদিনও দাপট ছিল স্পিনারদের। তিন উইকেট তুলে নেন কুলদীপ যাদব। অক্ষর পান জোড়া উইকেট। বরুণ চক্রবর্তীর সংগ্রহ ছিল এক। মোট ৬ উইকেট সংগ্রহ স্পিনারদের। সেখানে দুটো উইকেট পান যশপ্রীত বুমরা।