আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে ব্যর্থ রোহিত শর্মা। রান পাননি যশস্বী জয়েসওয়াল এবং শ্রেয়স আইয়ার।‌তবে খরা কাটিয়ে রানে ফিরলেন শুভমন গিল। রঞ্জি ট্রফির ম্যাচে পাঞ্জাবের হয়ে শতরান করেন তারকা ক্রিকেটার। অপর প্রান্তে কোনও সাহায্য পাননি। ১৭১ বলে ১০২ রান করেন গিল। কিন্তু বিতর্কিত আউট হন। রঞ্জিতে ডিআরএস না থাকায় রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। কিন্তু যেভাবে আউট হয়েছেন, মানতে পারেননি। তিনি মনে করেন, বল ব্যাটে লেগে প্যাড ছুঁয়েছে। তাসত্ত্বেও তাঁকে আউট দেওয়া হয়। ডিআরএস না থাকায়, সিদ্ধান্ত মেনে নিতে হয়। কিন্তু ক্ষোভ প্রকাশ করেন গিল। আউট হওয়ার পর নিজের ব্যাট শূন্য ছুড়ে মারেন শুভমন। সচরাচর তাঁর থেকে এরকম প্রতিক্রিয়া পাওয়া যায় না। প্রচণ্ড বিরক্ত হয়ে মাঠ ছাড়েন। 

গিল আউট ছিলেন না। কিন্তু আম্পায়ার তাঁকে এলবিডব্লু দেন। পাঞ্জাব ম্যাচ হারায় তাঁকে হতাশ দেখায়। প্রথম ইনিংসে বিশাল ৪২০ রানের লিড নেয় কর্ণাটক। মাত্র ৫৫ রানে আউট হয়ে যায় পাঞ্জাব। ৪ রান করেন গিল। দ্বিতীয় দিনের শেষে ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান ছিল পাঞ্জাবের। শেষপর্যন্ত ২১৩ রানে অলআউট হয়ে যায়। ইনিংস এবং ২০৭ রানে হারে পাঞ্জাব। প্রথম ইনিংসে ৪৭৫ রান তোলে কর্ণাটক। দ্বিশতরান করেন রবিচন্দ্রন শরণ। ইনিংস জয়ের জন্য সাত পয়েন্ট সংগ্রহ করে। বর্ডার-গাভাসকর ট্রফিতে সাফল্য পাননি গিল। ব্যাট হাতে তেমন অবদান ছিল না ২৫ বছরের ব্যাটারের। রঞ্জিতে শতরান তাঁর মনোবল ফেরাবে।