আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুটো ম্যাচ জিতে শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছে টিম ইন্ডিয়া। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। তার আগে একদিন ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কোনও প্র্যাকটিস সেশন রাখা হয়নি। কিন্তু ছুটি ছিল না শুভমন গিলের। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে ব্যক্তিগত প্র্যাকটিস সেশন সারলেন রোহিত শর্মার ডেপুটি। থ্রো ডাউন স্পেশালিস্ট সহ সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য গিলের সঙ্গে হাজির ছিল। তাঁরা বিকেলে হোটেলে ফেরে। শুভমন ছাড়া অন্যান্য প্লেয়াররা ছিল কিনা জানা যায়নি। তবে সেই সম্ভাবনা কম। ছুটির দিন অধিকাংশ প্লেয়ার নিজেদের হোটেল রুমেই বিশ্রাম নেন। কয়েকজন দুবাইয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। 

টিম ইন্ডিয়ার এক সূত্র জানান, 'শুভমন গিল ভারতীয় দলের সাপোর্ট স্টাফের সঙ্গে ট্রেনিং করেন। এদিন অফিসিয়াল প্র্যাকটিস না থাকায়, ব্যক্তিগত ট্রেনিং সেশনে অংশ নেন গিল। তবে ম্যারাথন ট্রেনিং ছিল না। দুপুরের দিকে চলে।' বুধবার নৈশালোকের আলোয় প্র্যাকটিস ছিল ভারতীয় দলের। গিল ছাড়া সবাই উপস্থিত ছিল। সেই কারণেই বৃহস্পতিবার একা অনুশীলন করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। শুক্রবারও দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেবেন। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সেটাই হবে ভারতীয় দলের শেষ প্র্যাকটিস সেশন। সবার নজর রোহিত শর্মার দিকে থাকবে। বুধবার খুব বেশি শারীরিক কসরত করেননি ভারত অধিনায়ক। হালকা জগিং করেন। পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। নিউজিল্যান্ড ম্যাচে রোহিতকে পাওয়া যাবে কিনা সেটা শুক্রবারের প্র্যাকটিসের পরে জানা যাবে।