আজকাল ওয়েবডেস্ক: লজ্জার আত্মসমর্পণ। মাত্র ২৯ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে রান ছিল ২০৭। শনিবার মধ্যাহ্নভোজের কিছুক্ষণ পরই ৩১৯ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। মাত্র ১১২ রানে ৮ উইকেট হারায় স্টোকসরা। প্রথম ইনিংসের শেষে ১২৬ রানে পিছিয়ে। অশ্বিনহীন দিনের শুরুটা করেছিলেন কুলদীপ যাদব। ইংল্যান্ডের ইনিংসের শেষটা করলেন মহম্মদ সিরাজ। বিপক্ষের টেলকে একাই খতম করে দিলেন। শেষ পাঁচ উইকেটের মধ্যে তিনটিই সিরাজের শিকার। বেন স্টোকস আউট হওয়ায় পর বাকিরা শুধু এলেন এবং গেলেন। মধ্যাহ্নভোজের পরই ধরাশায়ী ইংল্যান্ড। লাঞ্চের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান ছিল স্টোকসদের। ২৯ রানের মধ্যে বাকি পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। জঘন্য পারফরম্যান্স।
বিরতিতে ৩৯ রানে অপরাজিত ছিলেন স্টোকস। দলের ভাগ্য ইংল্যান্ড অধিনায়কের হাতে ছিল। কিন্তু মাত্র ২ রান যোগ করে ৪১ রানে আউট হন স্টোকস। তাঁকে ফেরান জাদেজা। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। ১৩ রানে আউট বেন ফোকস। ইংল্যান্ডের টেলকে শেষ করতে বিন্দুমাত্র সময় খরচ করেননি সিরাজ, জাদেজারা। বেন ডাকেটের ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় শেষ করেছিল ইংল্যান্ড। কিন্তু তার ফায়দা তুলতে পারল না স্টোকসের দল। টেস্ট খেলার মানসিকতাই নেই ইংলিশ ক্রিকেটারদের। সর্বোচ্চ স্কোর ডাকেটের। ১৫৩ করেন ইংল্যান্ডের ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ রান স্টোকসের (৪১)। এর থেকেই গোটা চিত্র পরিষ্কার। বাজবল স্টাইলই ডোবাচ্ছে ইংল্যান্ডকে।
বিরতিতে ৩৯ রানে অপরাজিত ছিলেন স্টোকস। দলের ভাগ্য ইংল্যান্ড অধিনায়কের হাতে ছিল। কিন্তু মাত্র ২ রান যোগ করে ৪১ রানে আউট হন স্টোকস। তাঁকে ফেরান জাদেজা। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। ১৩ রানে আউট বেন ফোকস। ইংল্যান্ডের টেলকে শেষ করতে বিন্দুমাত্র সময় খরচ করেননি সিরাজ, জাদেজারা। বেন ডাকেটের ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় শেষ করেছিল ইংল্যান্ড। কিন্তু তার ফায়দা তুলতে পারল না স্টোকসের দল। টেস্ট খেলার মানসিকতাই নেই ইংলিশ ক্রিকেটারদের। সর্বোচ্চ স্কোর ডাকেটের। ১৫৩ করেন ইংল্যান্ডের ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ রান স্টোকসের (৪১)। এর থেকেই গোটা চিত্র পরিষ্কার। বাজবল স্টাইলই ডোবাচ্ছে ইংল্যান্ডকে।
