সাম্প্রতিককালে বলিউড এবং সেলিব্রিটি মহলে পরিচিত মুখ ওরি। সম্প্রতি রূপান্তরকামীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করে বর্তমানে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। নেটিজেনরা তাঁকে ‘সংবেদনশীলতাহীন’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং অনেকে তাঁকে ‘বয়কট’ করারও ডাক দিয়েছেন।
2
6
সূত্রের খবর অনুযায়ী, ওরি একটি কমেডি শো দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকে একটি ভিডিও ক্লিপ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, মহিলা সেজে দুই অভিনেতা নকল ঝগড়া করছেন। এই ভিডিওটি শেয়ার করার সময় ওরি ক্যাপশনে একটি হিন্দি অপশব্দ ব্যবহার করেন, যা রূপান্তরকামীদের অপমান করার জন্য ব্যবহৃত হয়।
3
6
ওরির এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের একটি বড় অংশ এর তীব্র নিন্দা জানান। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে ব্যবহারকারীরা মন্তব্য করেন যে, 'এই ধরনের ভাষা ব্যবহার করা কোনওভাবেই মজার বিষয় নয়।'
4
6
একজন মন্তব্যকারী স্পষ্ট করে বলেন, 'আপনি যখন নারীর মতো পোশাক পরেন, সেটা হয় ফ্যাশন। কিন্তু যখন অন্য কেউ সেটা করে, তখন আপনি অপমানজনক অপশব্দ ব্যবহার করেন। এটা হাস্যকর নয়, এটা নিষ্ঠুর।'
5
6
সোশ্যাল মিডিয়ার বহু ব্যবহারকারী এই পোস্টের জন্য ওরিকে সামাজিকভাবে বয়কট করার দাবি জানিয়েছেন। একজন লেখেন, 'আমি আন্তরিকভাবে আপনার পতন কামনা করি। আপনার কথায়, অন্য একজনের অনুভূতিতে আঘাত হানছিলেন। নিজের গণ্ডির মধ্যে মজা করুন, কিন্তু হাস্যরসের নামে এই ধরনের অমানবিক কন্টেন্ট তৈরি করার কোনও প্রয়োজন ছিল না।"
6
6
এছাড়াও অনেকেই ওরিকে দ্রুত তাঁর কাজের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। কিছু কমেন্টে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। তবে ওরির পক্ষ থেকে পাল্টা কোনও মন্তব্য আসেনি।