৭ নভেম্বর, মুক্তি পেল রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবির গান 'সোনা বন্ধু রে'। গানটি ইমন চক্রবর্তীর গাওয়া। আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে 'লক্ষ্মীকান্তপুর লোকাল'।  রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, পাওলি দাম, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মদন মিত্রও। 

 


রাজনীতির ময়দানে লড়াই শুধু নয়, অভিনয় জগতেও যে তিনি নিজের প্রতিভা দেখাচ্ছেন তা তো আগে থেকেই জেনেছেন দর্শক। তবে এই ছবিতে মদন মিত্রর চরিত্রটি হতে চলেছে আরও 'কালারফুল'। আজকাল ডট ইন-কে মদন মিত্র বলেন, "ছবিতে আমার চরিত্রটি খুব ইন্টারেস্টিং। আমার পরম প্রাপ্তি যে গল্পে আমি নিজের চরিত্রেই অভিনয় করেছি। অর্থাৎ মদন মিত্র হিসেবেই দর্শক দেখবেন আমায়।"

 


মদন মিত্রর কথায়, "এবার শুধু ও লাভলি বলতে শুনবেন না দর্শক। কীভাবে পুলিশের অরাজকতাকে টাইট দিতে হয়, সেই টেকনিকও দেখা যাবে। সবচেয়ে বড় বিষয় এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, সায়নী ঘোষের মতো অভিনেত্রীদের গৃহ-সহায়কের ভূমিকায় দেখা যাবে। যাঁদের এতদিন গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবেই চিনেছেন দর্শক। তাঁদের আমজনতার ভিড়ে মিশে যেতে দেখা, সত্যিই অনবদ্য বিষয়।"

 


মদন মিত্র আরও বলেন, "এই ছবিটা আসলে সমাজের মাস অডিয়েন্সের জন্য। কোনও আঁতেলের জন্য নয়। যাঁরা সারাক্ষণ সিগারেটের রিং ছাড়েন, তাঁদের জন্য এই ছবি নয়। এটা সমাজের ৮০ শতাংশ মানুষের জন্য তৈরি ছবি। পরিবার নিয়ে একসঙ্গে দেখার মতো ছবি।" 

 


গানের উদ্ভোধনী অনুষ্ঠানে ইমনের মনোমুগ্ধকর লাইভ পারফরম্যান্সে সকলে একেবারে আপ্লুত। সেখানে উপস্থিত শিল্পী ও সহ বাকিদের আবদারে ইমনের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মদন মিত্র। অসুর ছবির 'রাধা'-র ডুয়েট শুরুর আগে ইমনের অকপট স্বীকারোক্তি, মদন মিত্রের জন্যই এই গান আজও এত জনপ্রিয়। ইমন বলেন, "আমি যখন গানটা গেয়েছিলাম তখন সেটা সেমি হিট ছিল। কিন্তু, মদনদা সব শোয়ে গানটা এতবার গেয়েছেন যে জনপ্রিয়তা একেবারে আকাশ ছুঁয়েছে। এতে অবশ্য আমিই লাভবান হয়েছি। আমার নামডাক হয়েছে।"