এক সময়ে তিনি নাকি ক্রিকেট খেলাটাই ভাল করে বুঝতেন না। খুলনার স্কুলে চুটিয়ে খেলতেন ভলিবল আর হ্যান্ডবল। বাংলাদেশের মহিলা ক্রিকেটে তিনি তারকা। সেই মেয়ে এখন দেশের ক্রিকেটে বোমা ফাটিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করে দিয়েছেন। তিনি জাহানারা আলম।
2
10
বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত আর জাহানারার নাম এক বন্ধনীতে। কীভাবে?
3
10
১৯৯৭ সালের আইসিসি ট্রফির ফাইনালে বাংলাদেশের জেতার জন্য ১ বলে ঠিক ১ রানই দরকার ছিল। শান্ত জিতিয়ে নায়ক হয়ে গিয়েছিলেন। ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে প্রায় একই চিত্রনাট্য। এবার বাংলাদেশের মেয়েদের ভারতের বিরুদ্ধে শেষ বলে জেতার জন্য দরকার ছিল দু’রান।
4
10
হরমনপ্রীতের বলটা মিড অনে মেরে মরিয়া হয়ে দৌড়ে বাংলাদেশকে জেতান জাহানারা। সদ্যই হরমনের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু সেদিন জাহানারার মরিয়া দৌড়ে হার মেনেছিল ভারত।
5
10
২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর পরে একটা স্কুটি উপহার পেয়েছিলেন। সেই স্কুটিটা মাত্র এক দিন চালিয়েছিলেন এখনকার বিতর্কের মুখ। স্কুটি চালাতে গিয়ে চোটের কবলে পড়েন তিনি।আর ঝুঁকি নেননি।
6
10
কুয়ালা লামপুরে ভারতকে হারানোর পরেই মহিলাদের আইপিএল-এ
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছিলেন জাহানারা।
7
10
ক্রিকেট খেলার শুরু থেকেই কাজল পরেন। কিন্তু আইসিসি বিশ্বকাপে খেলার সময়ে বেশি করে সবার নজরে পড়েন তিনি। কাজলকন্যা নাম হয়ে যায় তাঁর।
8
10
ক্রিকেটের পাশাপাশি অভিনয়ে পারদর্শী। নাটকেও অভিনয় করেন তিনি। জাহানারা বলেছিলেন, তিনি স্বাদবদলের জন্যই নাটক করেছিলেন। তার পরে নাটক করার একাধিক প্রস্তাব পান। দুটো সিনেমায় অভিনয় করার প্রস্তাবও এসেছিল তাঁর কাছে। কিন্তু জাহানারা ফিরিয়ে দেন সেই প্রস্তাব।
9
10
এহেন জাহানারা সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ আনেন। তাঁর অভিযোগ মূলত বাংলাদেশের মহিলা দলের প্রাক্তন নির্বাচক মনজুরুল ইসলামের বিরুদ্ধে।
10
10
এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারার অভিযোগ, মহিলা দলের ক্রিকেটারদের 'মন্দ স্পর্শ' করতেন মনজুরুল। স্বাস্থ্য বিষয়ক একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন বলে অভিযোগ আনেন জাহানারা। তাঁর বোমা বিস্ফোরণে বাংলাদেশ ক্রিকেট নড়ে গিয়েছে।