কিছুদিন আগেই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে 'সোলো' গাওয়ার সুযোগের জন্য অনুরোধ করেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। এবার রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবির গান মুক্তিতে এসেও এই বিষয়ে কথা বললেন ইমন। 

 


গায়িকা আজকাল ডট ইন-কে বলেন, "আমি সবার কাছে কাজ চাই। কাজ চাইতে একদম লজ্জা নেই। একটা জিনিস এতদিনে বুঝেছি, বাড়িতে বসে সময় নষ্ট করলে চলবে না। আমি সব জানি! ভেবে বসে থাকলেও হবে না। পরিশ্রম করতেই হবে।" 

 


'রক্তবীজ ২'-এর প্রি-রিলিজ পার্টির জমজমাট আয়োজনে অভিমানের কথা মুখ ফুটে বলে ফেলেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। ওই পার্টিতেই গায়িকা জানালেন প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর বিরাট অভিমান জমে আছে ইমনের। 

 


আসলে, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় 'প্রাক্তন'-এর পর ইমন আর উইন্ডোজ প্রোডাকশনের হয়ে কোনও সোলো গাননি। এবার সোলো গানের জন্য আবদারও করলেন গায়িকা। সঙ্গে এও জানালেন, এতদিন পর্যন্ত ইমনকে সোলো-তে সুযোগ না দেওয়ার জন্য নাকি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর অভিমান করছেন তিনি। 

 


পার্টিতে ইমনের মুখে এই কথা শুনে কি এবার গায়িকার ইচ্ছে পূরণ করবেন শিবপ্রসাদ? আবারও উইন্ডোজে সোলো ট্রাক শোনা যাবে ইমনের গলায়? যদিও এখনও পর্যন্ত তা জানা যায়নি। 

 


৭ নভেম্বর, ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিনের দিন মুক্তি পেল ছবির গান 'সোনা বন্ধু রে'। গানটি ইমনের গাওয়া। আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে 'লক্ষ্মীকান্তপুর লোকাল'।  রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, পাওলি দাম, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ।