আজকাল ওয়েবডেস্ক: রঞ্জিতে নতুন রেকর্ড। বিনা উইকেট হারিয়ে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল সার্ভিসেস। রঞ্জিতে ওড়িশার বিরুদ্ধে ৩৭৬ রান তাড়া করে জয়। রবিবার কটকের ড্রিমস স্টেডিয়াম এই রেকর্ডের সাক্ষী থাকল। দুই ওপেনারের দাপটেই ভাঙে পাকিস্তানের একটি দলের রেকর্ড।  দু'জনেই অপরাজিত থাকেন। দ্বিশতরান করেন শুভম রোহিল্লা। ২৭০ বলে ২০৯ রান করেন তিনি। ২৪৬ বলে ১৫৪ রানে অপরাজিত থাকেন সুরজ বশিষ্ট। এর আগে এই রেকর্ড কিছু পাকিস্তানের সারগোধার। ১৯৯৮-৯৯ সালে বিনা উইকেটে ৩৩২ রান তুলে লাহোর সিটিকে হারায়। এদিন সেই রেকর্ড ভেঙে দেয় সার্ভিসেস।‌

 

প্রথম ইনিংসের শেষে মাত্র ১৯ রানে লিড ছিল সার্ভিসেসের। প্রথম ইনিংসে ১৮০ রান তোলে ওড়িশা। জবাবে ১৯৯ রানে শেষ হয় সার্ভিসেসের ইনিংস। ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসে ৩৯৪ রান তোলে ওড়িশা। ৩৭৬ রানের টার্গেট সেট করে। তৃতীয় দিন বিশাল রান তাড়া করে নজিরবিহীন জয়। ৮৫.৪ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় সার্ভিসেস। বিনা উইকেট হারিয়ে  চতুর্থ ইনিংসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। কাকতালীয়ভাবে, গতবছর রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে রেলওয়েজ। আগরতলায় ৩৭৮ রান তাড়া করে জেতে। জয়ের পাশাপাশি বোনাস পয়েন্ট পাওয়ায় ওড়িশাকে টপকে ২৩ পয়েন্ট সংগ্রহ করে এলিট গ্রুপ এ-তে চতুর্থ স্থানে শেষ করে সার্ভিসেস।