আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটিতে কেবলই দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের শেষে প্রোটিয়া ব্রিগেডের রান ছিল ৬ উইকেটের বিনিময়ে ২৪৭। রবিবার লাঞ্চের সময়ে প্রোটিয়াদের রান ৭ উইকেটে ৪২৮। লাঞ্চ পর্যন্ত মাত্র একটি উইকেট ভারতীয় বোলাররা ফেলতে সক্ষম হয়। প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন মুথাসামী (২৫)ও কাইল ভারেনা (১)। দু' জনে ৮৮ রানের পার্টনারশিপ গড়েন। জাদেজার বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন ভারেনা। তার পরেও কিন্তু ভারত সুবিধা নিতে পারেনি। মুথুসামী প্রথম শতরান পেলেন। লাঞ্চের সময়ে তিনি অপরাজিত রয়েছেন ১০৭ রানে। দীর্ঘ চেহারার ইয়ানসেন মারমুখী ইনিংস খেলে অপরাজিত রয়েছেন ৫১ রানে। (বিস্তারিত আসছে)
