নভেম্বর ২২, ২০২৫-এ অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর ৩৫তম জন্মদিন উদযাপন করেছেন। এই বিশেষ দিনে তাঁর সহ-অভিনেত্রী অনন্যা পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্টের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, যা ভক্তদের মনে নস্টালজিয়া বা অতীত স্মৃতিচারণের জন্ম দিয়েছে। একসময় দু'জনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেই সময় নিজেদের প্রেম নিয়ে মুখ খোলেননি কার্তিক ও অনন্যা। তবে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, তাঁদের বিচ্ছেদের কথাও। যদিও বিচ্ছেদের পর আবারও একসঙ্গে কাজ করছেন এই দুই নায়ক-নায়িকা।

 

 

কার্তিক ও অনন্যাকে একসঙ্গে দেখা যাবে তাঁদের আসন্ন ছবি 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি'-তে। এই ছবির সেট থেকেই অনন্যা কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য একটি বিশেষ থ্রোব্যাক ছবি (পুরোনো ছবি) ব্যবহার করেছেন।

 

 

অনন্যা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কার্তিকের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন—একটি ২০১৮ সালের পুরোনো ছবি এবং অন্যটি ২০২৫ সালের সাম্প্রতিক সময়ের। এই দুটি ছবি পাশাপাশি রেখে তিনি সময়ের সাথে তাঁদের বন্ধুত্বের গভীরতা তুলে ধরেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, '২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত!!! সবকিছুই পাল্টে গেছে, কিন্তু কিছুই বদলায়নি। শুভ জন্মদিন কার্তিক'। পাল্টা জবাবে কার্তিক লেখেন, 'কিছু জিনিস কখনও বদলায় না।'

 

 

অনন্যার এই আন্তরিক শুভেচ্ছা ইঙ্গিত দেয় যে সময়ের ব্যবধানে তাঁদের মধ্যে অনেক পরিবর্তন এলেও, তাঁদের ব্যক্তিগত বন্ধুত্ব এবং কর্মক্ষেত্রের সৌহার্দ্য একই রকম অটুট আছে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ananya 🌙 (@ananyapanday)