ঘূর্ণিঝড় মান্থা যেতে না যেতেই আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল ভারতের মৌসম ভবন। বঙ্গোপসাগরে আবারও ঘণীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড় হয়ে এটি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
2
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে আন্দামান সাগরে একটি নিম্নচাপ রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সোমবার গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর দফায়-দফায় আরও শক্তি বাড়িয়ে বুধবার সেটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।
3
7
এবারের ঘূর্ণিঝড়ের নাম সেনিয়ার। এর নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। ঘূর্ণিঝড় সেনিয়ারের গন্তব্য এখনও স্পষ্ট নয়। এই ঘূর্ণিঝড় কোথায় গিয়ে ল্যান্ডফল করবে তা কিন্তু এখনও জানা যায়নি।
4
7
নিম্নচাপের জেরে আন্দামানে প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উপকূলে ৫৫ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। মৎস্যজীবীদের ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
5
7
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে নভেম্বরের শেষে আবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। তবে কবে থেকে ভারী বৃষ্টির তাণ্ডব শুরু হবে তা এখনও জানা যায়নি। বাংলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, তা এখনও সুস্পষ্টভাবে জানায়নি হাওয়া অফিস।
6
7
তবে এই ঘূর্ণিঝড়ের জেরে শীতের আমেজ উধাও হবে দিন কয়েকের জন্য। বাতাসে আবারও জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এর জেরে শীতের পথে কাঁটা। কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না নভেম্বরের শেষে।
7
7
তবে আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় সেনিয়ারের দাপটে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপে পরিণত না হলে, এর গতিপথ জানানো সম্ভব না।