'মুখ দেখলেই বোঝা যায় আমার মন ভেঙেছে'-কার জন্য এমন অবস্থা ধনুষের? কী জানালেন দক্ষিণী তারকা?
নিজস্ব সংবাদদাতা
২৩ নভেম্বর ২০২৫ ১১ : ৫৭
শেয়ার করুন
1
5
অভিনেতা ধনুশ সম্প্রতি তাঁর আসন্ন ছবি 'তেরে ইশক মে' নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেছেন, যেখানে তিনি স্বীকার করেছেন যে পরিচালক আনন্দ এল. রাই এবং সহ-অভিনেত্রী কৃতি শ্যানন একবার তাঁকে বলেছিলেন যে তাঁর "মুখ দেখলেই মনে যে তাঁর মন ভেঙেছে। "
2
5
এই মন্তব্যটিকে তিনি একটি প্রশংসা হিসেবেই ধরে নিয়েছেন, বিশেষত তাঁর নতুন চরিত্র শঙ্কর-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে এটি মিলে যায়। এক সাক্ষাৎকারে হাসতে হাসতে ধনুশ বলেন, "আমার একটা দারুণ 'লাভ-ফেলিয়র ফেস' আছে... একজন ভাঙা হৃদয়ের মানুষের মুখ।"
3
5
'তেরে ইশক মে' ছবিতে তাঁর চরিত্র শঙ্কর সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা জানান যে এই চরিত্রটি দর্শকদের কাছে খুব সহজে পছন্দের হবে, তবে এর নিজস্ব কিছু আবেগগত জটিলতাও আছে। ধনুশ বলেন, "শঙ্করকে খুব সহজেই ভাল লাগবে, কিন্তু তার নিজস্ব চ্যালেঞ্জ আছে, যা নিয়ে আমি এখন বেশি কিছু বলতে চাই না। ছবিটি দেখলে বুঝতে পারবেন যে এই চরিত্রটি করার জন্য তাকে কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে।"
4
5
ধনুশ সেই ধরনের ভূমিকাই পছন্দ করেন যা তাঁকে সৃজনশীলভাবে চ্যালেঞ্জ জানায় এবং নতুন নতুন আবেগগত মাত্রা অন্বেষণ করার সুযোগ দেয়। তিনি মনে করেন, একজন অভিনেতা যখন এমন চিত্রনাট্য পড়েন, তখন তিনি উৎসাহিত হন। তাঁর কথায়, "যখন একজন অভিনেতা স্ক্রিপ্ট পড়েন, তখন যদি চরিত্রে বিভিন্ন চ্যালেঞ্জ দেখেন, তখন তিনি তা লুফে নেন।"
5
5
অভিনেতা বলেন, "শুধু সংলাপ মুখস্থ করে, ক্যামেরার সামনে গিয়ে বলে ফিরে আসতে হয় না। আমাকে চরিত্রটির ওপর কাজ করতে হয়।"
তিনি আরও স্পষ্ট করে দেন যে তাঁর এই নতুন চরিত্রটির সঙ্গে আক্রমণাত্মকতা বা হিংস্রতার কোনও সম্পর্ক নেই।