আজকাল ওয়েবডেস্ক: আবার ইতিহাসের পাতায় যশস্বী জয়েসওয়াল। টেস্টে আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বাঁ হাতি ওপেনার। ২৮টি ম্যাচ ২৮টি বিভিন্ন মাঠে খেলেছেন যশস্বী। ডমিনিকার উইন্ডসর পার্কে অভিষেকের পর থেকে গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়াম। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ওস্তাদ। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সব জায়গাতেই সমান পারদর্শী যশস্বী। একইসঙ্গে ঘরের মাঠেও রান পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইন্ডসর পার্কে অভিষেকে ১৭১ রান করেন। একই সিরিজে আরও একটি অর্ধশতরান তুলে নেন। এরপর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সফরে নিজেকে আরও প্রমাণ করেন। তার সেরা ইনিংস ২০২৪ সালে। 

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। জোড়া দ্বিশতরান করেন। এছাড়াও অস্ট্রেলিয়ায় একটি এবং ইংল্যান্ডে দুটি টেস্ট শতরান রয়েছে। ২৮ টেস্টে তাঁর রান ২৪৪০। গড় ৫০ এর বেশি। তারমধ্যে রয়েছে ৭টি শতরান এবং ১৫টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ২১৪। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এখনও রান পাননি। ইডেন টেস্টের দুই ইনিংসে ১২ এবং ০ করেন। গুয়াহাটিতে রানে ফিরতে চাইবেন। 

ইডেনে শুরুতে খুব স্বচ্ছন্দে ছিলেন না যশস্বী জয়েসওয়াল। প্রথম থেকেই একটু নড়বড়ে দেখায় তরুণ বাঁ হাতিকে। ১২ রান করে মার্কো জ্যানসেনের বলে আউট হন। ব্যাকফুটে খেলতে গিয়ে বল ব্যাটে লেগে স্ট্যাম্পে লাগে। মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম।‌ যশস্বী নিজেও বিশ্বাস করতে পারেননি। সবে মাত্র হাত খুলতে শুরু করছিলেন। ২৭ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনটে বাউন্ডারি মারেন। প্রথম থেকেই যশস্বীকে আউট করার চেষ্টায় ছিলেন জ্যানসেন। শুরুতেই ভারতীয় ওপেনারকে ফেরাতে সক্ষম হন। যশস্বীর এইভাবে আউট হওয়া মেনে নিতে পারেননি গৌতম গম্ভীর। ড্রেসিংরুমেই ক্ষোভ প্রকাশ করেন। জয়েসওয়াল উইকেট ছুড়ে দেওয়ার মুহূর্তে টিম ইন্ডিয়ার হেড কোচকে ধরে ক্যামেরা। বিরক্তি প্রকাশ করতে দেখা যায় গম্ভীরকে।