নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন ১২টি রাশির উপর কোনও না কোনও উপায়ে প্রভাব ফেলে। যেমন রাহুর নক্ষত্র পরিবর্তনে চার রাশির জীবনে বিরাট বদল আসতে চলেছে।
2
9
শনির পরে সব থেকে ধীর গতির গ্রহ হল রাহু ৷ ১৮ মাস বা দেড় বছরে রাহু এক রাশি থেকে অন্য রাশিতে যায়। একইসঙ্গে একটি নির্দিষ্ট সময় ছাড়া রাহু নক্ষত্র পরিবর্তন করে।
3
9
জ্যোতিষশাস্ত্রে রাহু নামটি ভয় ছড়ায়, তবে এটি সবময় খারাপ ফলাফল বয়ে আনে না। রাহুর ফলাফল নির্ভর করে রাশিফলের কোন ঘরে এটি অবস্থিত তার উপর। যখন রাহু অনুকূল অবস্থানে থাকে, তখন এটি ইতিবাচক ফলাফল নিয়ে আসে।
4
9
বর্তমানে রাহু কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। আগামীকাল ২৩ নভেম্বর রাহু তার নিজস্ব শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। এরপর ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে রাহু।
5
9
রাহুর এই নক্ষত্র পরিবর্তনে চার রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি আছেন তালিকায়? জেনে নিন-
6
9
মেষঃ রাহুর নক্ষত্র গোচরে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে জড়িতরা প্রতিপত্তি এবং প্রভাব বৃদ্ধি পাবেন। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে চান, তাহলে সময়টি অনুকূলে।
7
9
কন্যাঃ কন্যা রাশির জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন লাভজনক হবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তির মালিক হতে পারেন। অনেক দিনের আইনি ঝামেলা মিটে যাবে।
8
9
তুলাঃ রাহুর গোচর ধনু রাশির জন্য শুভ হবে। জীবনে আরাম, বিলাসিতা বাড়বে। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পুরনো ঋণ শোধ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
9
9
কুম্ভঃ রাহুর নক্ষত্র বদলে বড় প্রভাব পড়বে কুম্ভ রাশির মানুষদের জীবনে। আত্মবিশ্বাস বাড়বে। অনেক দিনের ইচ্ছাপূরণ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।