আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মেয়েদের লড়াকু মনোভাবের প্রশংসা করেন সঞ্জয় মঞ্জরেকর। হরমনপ্রীত অর্ধশতরান করলেও সেটা কাজে লাগেনি। শেষ ওভারে ১৪ রান তুলতে ব্যর্থ হয় ভারত। স্মৃতি, জেমাইমাদের এই অপ্রত্যাশিত হারে হতাশ ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীতদের পাশে দাঁড়ান ভারতের প্রাক্তনী। অস্ট্রেলিয়াকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য ভারতের মেয়েদের প্রশংসা করেন। সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'কঠিন পিচে বড় টার্গেটের কাছাকাছি শুধু ভারতীয় দলই যেতে পেরেছে। আমি বলব, ভারত ভাল খেলেছে। হরমন একজন স্টার।' নিজের এক্স হ্যান্ডেলে এমন লেখেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু হরমনপ্রীতদের সমর্থন করে নেটিজেনদের রোষের মুখে পড়েন মঞ্জরেকর। প্রচণ্ড চটে যায় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করেন, হারের অজুহাত দেওয়া হচ্ছে। 

এক ক্রিকেট ভক্ত লেখেন, 'একজন সাধারণ প্লেয়ারই এরকম সাধারণ মানের পারফরম্যান্সের প্রশংসা করতে পারে।' আরেকজন লেখেন, 'অদ্ভুত! তার মানে পরিকল্পনা ছিল জয়ের কাছাকাছি গিয়ে ম্যাচ হারা? সেটাই অজুহাত?' আরও একজন ক্রিকেটপ্রেমী লেখেন, 'শুধুমাত্র মঞ্জরেকর মঞ্জরেকরের মতো ব্যাটিংয়ের প্রশংসা করতে পারে। মরণ-বাঁচন ম্যাচে যেভাবে ব্যাট করলেন হরমনপ্রীত, অবিশ্বাস্য।' টি-২০ বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করেন ভারতের প্রাক্তনী। কিন্তু হরমনপ্রীতের একই ধরনের ইনিংসের প্রশংসা করেন। ম্যাচ শেষে মঞ্জরেকর বলেন, 'হরমনপ্রীত কৌর কেন গ্রেট, আরও একবার দেখিয়ে দিয়েছে। ও প্রায় ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। পিচটা সহজ ছিল না। ১৫১ হলেও এই উইকেটে এটা ২৫০ রানের সমতুল্য। তাসত্ত্বেও জয়ের এত কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই বিষয়টা গর্বের। ভারতীয় দল একটা নতুন উচ্চতায় পৌঁছল। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মান্ধানার অবদান ছাড়াই ব্যাটাররা ভাল খেলেছে। বোলিংও ভাল হয়েছে। শারজার পিচে ওরা ভাল টার্গেট সেট করে। এই উইকেটে গড় রান ১১৫। সেখানে অস্ট্রেলিয়া ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায়। ভারত প্রায় ম্যাচটা জিতে গিয়েছিল। মাউন্ট এভারেস্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তৃতীয় বা চতুর্থ বেস পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় ভারতের মেয়েরা।'