আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজে ধুন্ধুমার বোলিং ছাড়াও খুনসুঁটির জন্য প্রায়শই শিরোনামে উঠে আসেন যশপ্রীত বুমরা। দেখে সিরিয়াস মনে হলেও, যথেষ্ট হাসি-ঠাট্টায় মাতেন। সারাক্ষণ খুনসুঁটি চলে স্ত্রীয়ের সঙ্গে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতার পর সঞ্জনাকে দেওয়া বুমরার ভাইরাল ইন্টারভিউ নিশ্চয়ই এখনও সবার স্মৃতিতে টাটকা। তারকা পেসারের ঘরণী জানান, স্বামীর সাক্ষাৎকার নিতে তিনি ভালবাসেন। কিন্তু তাঁর মনোসংযোগে ব্যাঘাত ঘটানো জন্য নানান ধরনের মজার জিনিস করেন বুমরা। সঞ্জনা বলেন, 'বিশ্বকাপ জেতার পর আমি ওর ইন্টারভিউ নিচ্ছিলাম। একটা সময়ের পর বুঝতে পারিনি কী প্রশ্ন করা উচিত। তাই ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল বলে আমি শেষ করে দিই। আমি ওর সাক্ষাৎকার নিতে পছন্দ করি। ও বেশ মজার। আমাকে দেখে বুঝতে পারে আমি বেশি ফোকাস করছি। ও আমাকে টেনশনমুক্ত করার চেষ্টা করে। মজার জিনিস করে। টানা হাসে। বা চোখ টেপে। আর আমার মনে হয়, এইভাবে সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয়।'
ক্যামেরার বাইরেও বুমরার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাঁকে 'বেস্ট গসিপ বন্ধু'র অ্যাখ্যা দেন। সঞ্জনা বলেন, 'ও আমার সবচেয়ে ভাল গসিপ বন্ধু। আমরা বিছানায় শুয়ে চকলেট খাই, নেটফ্লিক্স দেখি। কিছুক্ষণ পর সেটা বন্ধ করে দিয়ে গসিপ করি।' বাকি ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সঞ্জনার। তাঁদের প্রসঙ্গ উঠতেই তিনি জানালেন, সবাই সবার থেকে আলাদা। সঞ্জনা বলেন, 'সবাই আলাদা। এমনকী ক্রিকেটাররাও সবাই সবার থেকে আলাদা। যেমন আপনারা মাঠে দেখেন। ওদের স্ত্রীরাও ওদেরই মতো।' বুমরার সঙ্গে বিয়ের আগে থেকেই সঞ্জনা স্পোর্টস প্রেজেন্টার। সেই সূত্রেই আলাপ। ২০২১ সালে তাঁরা গাঁটছড়া বাঁধে। তার দু'বছর পর পুত্র সন্তানের জন্ম হয়।
