আজকাল ওয়েবডেস্ক: তাঁর নেতৃত্ব যে টলমল তা বোঝাই গিয়েছিল। অনেকেই দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর হাতে উঠবে না নেতৃত্বের আর্মব্যান্ড। শনিবার সেটাই হল। দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন ওয়ানডে-র নতুন অধিনায়ক

ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার হাতে আর নেতৃত্বের ব্যাটন না থাকলেও দলে জায়গা পেয়েছেন মুম্বইকর। বিরাট কোহলিও দলে জায়গা পেয়েছেন। তবে নেতৃত্ব হিটম্যানের হাতে না থাকায় আশঙ্কা করা হচ্ছে, জাতীয় দলের দরজাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে তাঁর জন্য।

আরও পড়ুন:  'আমি অবসর নেব না...', নেতৃত্ব যাওয়ার দিন ভাইরাল রোহিতের মন্তব্য

কিন্তু রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হল কেন? নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর এর পিছনের কারণ দর্শিয়েছেন। তিনি বলেছেন, ''তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক একেবারে অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও অসম্ভব একপ্রকারওয়ানডে ফরম্যাট সব চেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপ হতে আর দুই বছর বাকি। খুব বেশি ওয়ানডে আমরা খেলব না। টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে সময় দিতে হবে।''0

​Rohit Sharma tweet

রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পরে ১৩ বছর আগের পোস্ট ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর রোহিত পোস্ট করেছিলেন, ''এন্ড অফ অ্যান এরা (৪৫) অ্যান্ড দ্য স্টার্ট অফ আ নিউ ওয়ান (৭৭)।'' এই ৪৫ আর ৭৭ আসলে জার্সির নম্বর রোহিত ও শুভমানেরহিটম্যান ৪৫ নম্বর পরেন। আর গিলের নম্বর ৭৭।

তেরো বছর আগে নিছক নম্বর নিয়ে পোস্ট করেছিলেন রোহিত। ১৩ বছর পরে নেতৃত্বের ব্যাটন একজনের হাত থেকে অন্যজনের হাতে চলে গেল। গোটা দেশ বলছে, রোহিত-যুগ শেষ। গিলের যুগ শুরু। 

রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হল কেননির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর এর পিছনের কারণ দর্শিয়েছেন। তিনি বলেছেন, ''তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক একেবারে অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও অসম্ভব একপ্রকার। ওয়ানডে ফরম্যাট সব চেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপ হতে আর দুই বছর বাকি। খুব বেশি ওয়ানডে আমরা খেলব না। টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে সময় দিতে হবে।''

 ১৬ বছর তিনি নিয়োজিত করেছেন দেশের ক্রিকেটের জন্য। অথচ আর একটা বছর আমরা দিতে পারলাম না তাঁকে। রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পরে ঠিক এইভাবেই নির্বাচকদের সিদ্ধান্তকে দুষেছেন ভারতের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। ইনস্টাগ্রামে কাইফের বক্তব্যের সেই রিল ভাইরাল হয়েছে। সেখানে কাইফকে বলতে শোনা গিয়েছে''ভারতীয় ক্রিকেটকে ১৬ বছর দিয়েছে রোহিত শর্মা। অথচ সেই রোহিতকেই আমরা একটা বছর দিতে পারলাম না। ১৬টা আইসিসি ইভেন্টে ভারত ১৫টা ম্যাচ জিতেছে। মাত্র একটায় হার মেনেছে। সেটা ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে''

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। সেভাবে বললে আর একবছর হাতে রয়েছে। কিন্তু নির্বাচকরা বড্ড তাড়াহুড়ো করে ফেললেন। নতুন অধিনায়ক শুভমান গিলের হাতে তুলে দিলেন ওয়ানডে ফরম্যাটেরও দায়িত্ব। ভুলে গেলেন রোহিত শর্মা দেশকে ট্রফি দিয়েছেন। চ্যাম্পিয়ন করিয়েছেন। কাইফ বলেন, ''দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে ভারতকে সাহায্য করেছে রোহিত। রোহিতের নেতৃত্বে ভারত ট্রফি জিতেছে। ২০২৪ সালের বিশ্বকাপও রয়েছে এর মধ্যে''

আরও পড়ুন: হোটেলের খাবার খেয়েই তীব্র পেটে ব্যথা, ভারতে সিরিজ খেলতে এসে হাসপাতালে ঠাঁই হল অস্ট্রেলিয়ার পেস বোলারের...