আজকাল ওয়েবডেস্ক: আগেই জানা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার সময়ই রোহিত শর্মা সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে তাঁকে। এদিন আসন্ন রঞ্জি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার পর তা সরকারি ভাবে সামনে এল। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের জন্য ১৭ সদস্যের দল সোমবার ঘোষণা করল মুম্বই। ২৩ জানুয়ারি থেকে ম্যাচটি হবে মুম্বাইয়ের এমসিএ ক্রিকেট গ্রাউন্ডে। রোহিত শর্মার পাশাপাশি তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তারকা অলরাউন্ডার শিভম দুবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলবেন।

 

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, রোহিত শর্মা নন, একাধিক তারকা-সমৃদ্ধ মুম্বই দলের নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানেই। রাহানের নেতৃত্বে খেলতে প্রস্তুত রোহিত শর্মাও। ন’বছর পর প্রথম রঞ্জি ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা। ভারতীয় ওপেনার তাঁর শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে উত্তর প্রদেশের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বইয়ের স্কোয়াডে রোহিত ছাড়াও যশস্বী জয়সওয়াল, শিভম দুবে, শার্দুল ঠাকুর এবং শ্রেয়স আইয়ার জায়গা পেয়েছেন।

 

তবে বাদ পড়েছেন বেশ কিছু পরিচিত মুখ। উল্লেখ্য, ২০২৪ সালে সাদা বলের ক্রিকেটে রোহিত ভালো পারফর্ম করলেও টেস্ট ক্রিকেটে তাঁর পরিসংখ্যান ছিল বেশ উদ্বেগজনক। ২০২৪ সালে ভারত মাত্র তিনটি ওডিআই খেলেছিল এবং তাতে রোহিত করেছিলেন ১৫৭ রান। অন্যদিকে, টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে করেছিলেন ৩৭৮ রান। তবে টেস্ট ক্রিকেটে ১৪ ম্যাচে রোহিতের রান মাত্র ৬১৯। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএলের পর ইংল্যান্ড সফরে যাবে ভারত। তার আগে রঞ্জি ট্রফিতে খেলে নিজের ফর্ম ফিরে পাওয়ার আশায় রয়েছেন ভারত অধিনায়ক।