আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজের বল গড়ানোর আগে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার ফাঁস করে দিলেন ভারতের সহ অধিনায়ক ঋষভ পন্থ।
ভরা প্রেস কনফারেন্সে পন্থ ফাঁস করে দিলেন ভারতের ব্যাটিং অর্ডার। শুভমান গিল দলের অধিনায়ক। তিনি ব্যাট করতে নামবেন চার নম্বরে। আর পন্থ পাঁচ নম্বরে। কিন্তু তিন নম্বরে ব্যাট করবেন কে? তা এখনও স্থির হয়নি। অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার ও সাই সুদর্শনের মধ্যে কোনও একজন নামতে পারেন তিন নম্বরে। কিন্তু কে, সেটা স্থির হয়নি।
প্রথম টেস্টে ভারতীয় দলের কম্বিনেশন কি হবে, সেই নিয়ে চর্চা চলছে। একটি নির্দিষ্ট জায়গা নিয়েই আলোচনা চলছে। অলরাউন্ডার হিসেবে শার্দূল ঠাকুর না নীতিশ কুমার রেড্ডিকে খেলানো হবে, সেই নিয়ে নানা মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
ভারতের প্রাক্তন কোচ ভরত অরুণ জানান, বর্তমান বোলিং ফর্মের ভিত্তিতে বেছে নেওয়া উচিত। ভারতীয় এ দলের বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্টে রেড্ডি একটি অর্ধশতরানের পাশাপাশি জোড়া উইকেট তুলে নেয়। শার্দূলও দুটো উইকেট নেয়। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ রান ৩৪।
হরভজনের মতো প্রাক্তন ক্রিকেটার অবশ্য শার্দুল ঠাকুরকেই চাইছেন দলে। কারণ বলের পাশাপাশি শার্দুল ঠাকুরের ব্যাটিংয়ের হাতও ভাল।
