আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ড সিরিজের দলে সুযোগ পাননি। কিন্তু দীর্ঘদিন ধরেই সাদা ও লাল বলের ক্রিকেটে ভারতের অন্যতম ভরসা মহম্মদ সামি। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। তারপর অবশ্য চোটের জন্য আর সেভাবে দেশের হয়ে খেলতে দেখা যায়নি সামিকে।


সেই সামিকেই বিরক্ত করতেন টিম ইন্ডিয়ার এক সময়ের হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর দাবি, রাগিয়ে দিলেই নাকি সামির সেরা পারফরম্যান্স বেরিয়ে আসত। একবার তো বিরিয়ানি খাওয়া নিয়ে সামিকে এতটাই রাগিয়ে দিয়েছিলেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে দেশকে জিতিয়ে দিয়েছিলেন এই পেসার। 
এক দক্ষিণ আফ্রিকা সফরে কথা উল্লেখ করেছেন শাস্ত্রী। ভারত হোয়াইটওয়াশের অপেক্ষায় ছিল। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ১০০ রানেরও কম দরকার ছিল। হাতে ছিল সাত উইকেট। খেলার শেষ দিন লাঞ্চ বিরতিতে এমন একটি ঘটনা ঘটেছিল যা সামিকে রাগিয়ে দিয়েছিল। সে কথাই উল্লেখ করেছেন সামি।


লাঞ্চের সময় শাস্ত্রী দেখতে পান সামির হাতে বিরিয়ানির প্যাকেট। সেই স্মৃতি রোমন্থন করে শাস্ত্রী বলেছিলেন, ‘‌খেলায় টেনশনের মুহূর্ত ছিল। দুপুরে দেখতে পাই সামির হাতে বিরিয়ানির প্যাকেট। আর তাতে রয়েছে প্রচুর বিরিয়ানি। দেখেই বলেছিলাম তোর খিদে মিটে গেল নাকি?‌’‌


একথা শুনে ভয়ানক রেগে যান সামি। বিরিয়ানি খেতে অস্বীকার করেন। শাস্ত্রী তখন বোলিং কোচ ভরত অরুণকে বলেন সামিকে একা থাকতে দাও। কথা বোলো না। যদি নিজে থেকে কথা বলতে আসে তাহলে বলো ম্যাচে উইকেট নিতে। তারপর কথা বলুক।


এরপর মাঠে ভয়ানক কাণ্ড ঘটান সামি। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে একাই ধ্বংস করে দেন। ওই ইনিংসে ৩৩ রানের বিনিময়ে সামি সাত উইকেট নিয়েছিল। ভারত ৬৩ রানে ম্যাচ জিতেছিল। ভরত অরুণ বলেছেন, ‘‌রাগ এক জিনিস। আর সেই রাগকে বোলিংয়ে ঢেলে দেওয়া অন্য এক জিনিস।’‌