আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারতীয় দল। চারটি ভেন্যুর প্র্যাকটিসের সুযোগ সুবিধা কেমন, তা খতিয়ে দেখছে আইসিসি। পাকিস্তানের তিনটি স্টেডিয়ামের সংস্কারের কাজের উপরে নজর রাখছে আইসিসি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর একমাসের একটু বেশি বাকি। কিন্তু পাকিস্তানে স্টেডিয়ামের কাজ এখনও শেষ হয়নি। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারের কাজ এখনও চলছে। তবে যে গতিতে কাজ চলা উচিত ছিল, তার থেকে অনেকেই পিছিয়ে পাকিস্তান। কচ্ছপ গতিতে কাজ এগোচ্ছে। যা দেখে চোখ কপালে উঠেছে আইসিসির আধিকারিকদের। ১২ ফেব্রুয়ারির মধ্যে তিনটে স্টেডিয়াম আইসিসিকে হ্যান্ডওভার করার কথা। কিন্তু পরিস্থিতি দেখে সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যা চিন্তা বাড়িয়েছে আইসিসির।
গত বছরের আগস্টে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু তার ধারেকাছেও পৌঁছয়নি। টি-২০ বিশ্বকাপের সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রে একই ঘটনা ঘটেছিল। সেটাই চিন্তা বাড়াচ্ছে। পাকিস্তানের বর্তমান পরিকাঠামো উদ্বেগ বাড়াচ্ছে আইসিসি কর্তাদের। সবকিছু খতিয়ে দেখতে আইসিসির একটি প্রতিনিধি দল সপ্তাহ শেষে পাকিস্তানে যাবে।
