আজকাল ওয়েবডেস্ক: হ্যান্ডশেক বিতর্ক কাটার আগেই আবার সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার তাঁদের বিরুদ্ধে কিটস দুর্নীতির অভিযোগ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আতিক উজ জামান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তুলোধোনা করেন। চলতি এশিয়া কাপে যেসব কিটস ব্যবহার করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে যে জার্সি ব্যবহার করা হয়েছিল, তার মান নিয়ে প্রশ্ন তোলে আতিক। পিসিবির বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন। বাকি দলগুলোর ড্রাই ফিট কিটস রয়েছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের জার্সি ঘামে ভিজে গিয়েছিল। দাবি করেন, কিটস উৎপাদনের টেন্ডার কোনও পেশাদার সংস্থাকে না দিয়ে নিজেদের বন্ধুদের দিয়েছে পিসিবির কর্তারা।
নিজের এক্স হ্যান্ডেলে জামান লেখেন, 'পাকিস্তানের প্লেয়ারদের কিটস নিম্নমানের। জার্সির ভেতরে ঘামছিল ক্রিকেটাররা। বাকি সবাই ড্রাই ফিট জার্সি পরে খেলছে। এটাই হয় যখন বন্ধুরা টেন্ডার পায়, পেশাদাররা নয়। ঘামের থেকেও বেশি দুর্নীতি ঝরে পড়েছে।' পাকিস্তান-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের পর এমন মন্তব্য করেন আতিক। রবিবার আবার ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। আরব আমিরশাহির বিরুদ্ধে ৪১ রানে জিতে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে চলে গিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতে না পারলেও রবিবার ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী পাকিস্তান অধিনায়ক।
সলমন বলেন, 'আমরা জিতেছি। তবে মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এটাই চিন্তার বিষয়। আমরা এখন কোনওক্রমে ১৫০ করছি। মাঝের ওভারে ভাল ব্যাট করতে পারলে, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা ১৭০ রান পর্যন্ত পৌঁছতে পারব। শাহিন ব্যাট হাতে অনেক উন্নতি করেছে। বল হাতে বরাবরই ভাল।' দুর্বলতা জয় করে, আবার ভারতের মুখোমুখি হওয়ার জন্য তৈরি পাক অধিনায়ক। সলমন বলেন, 'আমরা যেকোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। গত চার মাসে আমরা যেভাবে খেলছি, আমরা যেকোনও দলের বিরুদ্ধে সাফল্য পেতে পারি।' রবিবার কি সবাইকে চমক দিতে পারবে পাকিস্তান? ভারতের পর আরব আমিরশাহির বিরুদ্ধেও সমস্যায় পড়ে পাকিস্তানের ব্যাটিং। ১২৮ রানে ৮ উইকেট হারায়। আবারও শেষদিকে জ্বলে ওঠেন শাহিন আফ্রিদি। তাঁর ১৪ বলে ২৯ রান পাকিস্তানকে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে পৌঁছে দেয়। কিন্তু বোলারদের দাপটে ৪১ রানে আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরের ছাড়পত্র সংগ্রহ করে পাকিস্তান।
