আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে শেষ পর্যন্ত বিতর্কে মোড়া। আইসিসির মার্কি টুর্নামেন্টে ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। টুর্নামেন্ট শুরু হওয়ার পরও একের পর এক সমস্যা। শেষেও যা মিটল না। উঠে এলে আরও একটি নতুন বিতর্ক। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সমপ্তি অনুষ্ঠানে তাঁদের প্রতিনিধিকে এড়িয়ে যাওয়া নিয়ে আইসিসির সঙ্গে ঝামেলায় জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব দেবজিৎ সাইকিয়া এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ মঞ্চে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় পিসিবির কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি। অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। চিফ অপারেটিং অফিসার এবং টুর্নামেন্টের ডিরেক্টর সুমের আহমেদ দুবাইয়ে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁকে উপেক্ষা করে আইসিসি। এই নিয়ে আইসিসির থেকে কৈফিয়ত চেয়েছে পিসিবি। তারই মধ্যে একজন পাকিস্তানি ক্রিকেট বিশেষজ্ঞ জানান, বিসিসিআইয়ের জন্যই পিসিবির কর্তাকে উপেক্ষা করা হয়েছে। একইসঙ্গে দাবি করেন, ভারতীয় ক্রিকেটারদের সাদা ব্লেজারে আয়োজক দেশ হিসেবে চিরকাল পাকিস্তানের নাম লেখা থাকবে। এটা তাঁদের জয়।

টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ জানান, 'অবাক করার মতো বিষয়। কারা পোডিয়ামে থাকবে সেটা আইসিসি সিদ্ধান্ত নেয়। পিসিবি চেয়ারম্যান জানিয়ে দিয়েছিলেন, তিনি থাকতে পারবেন না। তবে আমার মনে হয়, ওনার দুবাইয়ে যাওয়া উচিত ছিল। সুমের আহমেদ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কিন্তু স্টেজে ডেকে তাঁকে সম্মান জানানো হয়নি। গোটা টুর্নামেন্টে পাকিস্তানকে পেছনে ঠেলার চেষ্টা করেছে ভারত। পাকিস্তানে খেলতে যেতে চায়নি, পাকিস্তানের নাম লেখা জার্সি পরতে চায়নি। কিন্তু দিনের শেষে, পাকিস্তান জিতেছে। ভারতীয় দলের সাদা ব্লেজারে চিরকাল পাকিস্তানের নাম লেখা থাকবে।' এরই মজাদার উত্তর দেয় অ্যাঙ্কর। সবাইকে অবাক করে তিনি বলেন, 'অন্তত দরজি হিসেবে পাকিস্তানকে মনে রাখবে ভারত।' এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর শেয়ার হচ্ছে। প্রসঙ্গত, তাঁদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ না জানানোর জন্য লিখিত অভিযোগ জানায় পিসিবি। তার উত্তরে আইসিসির মুখপাত্র জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আয়োজক বোর্ডের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। বোর্ডের বাকি কর্তারা স্টেডিয়ামে উপস্থিত থাকলেও, প্রোটোকল অনুযায়ী মঞ্চে ডাকা হয় না।