আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র ভারত-পাকিস্তান লড়াই নয়, পাকিস্তানের ফোকাস টুর্নামেন্ট জেতায়। মহারণের প্রাক্কালে জানিয়ে দিলেন সাইম আইয়ুব। রবিবার দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি ভারত। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটায়, ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। শেষ দুই সাক্ষাতে পাকিস্তানকে হারায় টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি। আইয়ুবের দাবি, অতীত নিয়ে তাঁরা ভাবছে না। এশিয়া কাপ জেতা তাঁদের একমাত্র লক্ষ্য। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে আইয়ুব বলেন, 'অতীত স্মৃতির কোনও মূল্য নেই। আমরা শুধুই এই টুর্নামেন্ট নিয়ে ভাবছি। আমরা টুর্নামেন্ট জিততে চাই। আমরা শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য এশিয়া কাপ জেতা।' 

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া। ওমানের বিরুদ্ধে ৯৩ রানে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। রবিবার ফেভারিট হিসেবেই নামবে ভারত। চার মাস পরেই টি-২০ বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপকে মহড়া হিসেবে নিতে চাইছে দুই দেশ। কিন্তু এই প্রথম রবিবার ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ হওয়া সত্ত্বেও তেমন উত্তেজনা নেই। শুভমন‌ গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মাদের মতো ব্যাটাররা রয়েছে। ভারতের বোলিংয়ে যশপ্রীত বুমরা ছাড়াও কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী আছে। খাতায়-কলমে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। অন্যদিকে টি-২০ তে নতুন অধিনায়ক সলমন আঘার নেতৃত্বে খেলবে পাকিস্তান। ক্রিকেটে অঘটনের সম্ভাবনা সবসময়ই থাকে। কিন্তু এই ভারতীয় দলের বিরুদ্ধে সেই সম্ভাবনা কম। তবে লড়াই করবে পাকিস্তানে। দলের সবচেয়ে প্রতিভাবান ব্যাটার সাইম আইয়ুব। মাঝের ওবারগুলোতে দায়িত্ব থাকবে মহম্মদ নওয়াজের ওপর। পাকিস্তানের স্পিন বিভাগও ভাল। দলের দুই অভিজ্ঞ এবং তারকা ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে ছাড়া এশিয়া কাপের অভিযানে নেমেছে পাকিস্তান। নিজেদের প্রমাণ করার তাগিদ তরুণ ব্রিগেডের সামনে। 

প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের প্রসঙ্গ উঠতেই সূর্যকুমার যাদব বলেন, 'মাঠে সবসময় আগ্রাসন থাকে। জিততে হলে আগ্রাসী মনোভাব না থাকলে হয় না।' স্পষ্ট জানিয়ে দেন প্রতিপক্ষকে একচুল জমিও ছাড়বেন না তাঁরা। আগ্রাসী ক্রিকেটে খেলবেন। পাকিস্তান অধিনায়ক সলমন আঘা অবশ্য এই বিষয়ে ভিন্ন মতামত প্রকাশ করেন। আগ্রাসন প্রসঙ্গে কিছুটা সমঝে উত্তর দেন। সলমন বলেন, 'কেউ আগ্রাসন দেখাতে চাইলে, সেটা তাঁদের ওপর নির্ভর করে। আমার দিক থেকে তেমন কোনও নির্দেশ থাকবে না।' পাকিস্তানের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও প্লেয়ারকে বিশেষ নির্দেশ দেবেন না। তাঁদের ওপর ছেড়ে দেবেন।