আজকাল ওয়েবডেস্ক: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শেষমেষ আইএসএলে খাতা খুলেছে। এবার পেছনে ফিরে তাকাতে চান না অস্কার ব্রুজো। শুধুই এগিয়ে যাওয়ার পালা। আগের দিন জিতলেও টেবিলে পজিশন বদলায়নি। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্টবয় ইস্টবেঙ্গল। কিন্তু শনিবার সেই অঙ্ক বলদানোর সুযোগ রয়েছে লাল হলুদের সামনে। জিতলেই মহমেডানকে টপকে যাবে অস্কারের দল। একধাপ ওপরে উঠবে। তাই বিপক্ষের ডেরায় শক্তিশালী চেন্নাইয়ে বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে চান লাল হলুদ কোচ। অ্যাওয়ে ম্যাচে পরিবেশ কিছুটা ফ্যাক্টর হলেও খুব বেশি পার্থক্য গড়ে দেবে না বলেই মনে করছেন স্প্যানিস কোচ।
এএফসি থেকে চাকা ঘুরেছে ইস্টবেঙ্গলের। শেষ কয়েকটা ম্যাচে হারেনি কলকাতার প্রধান। দল ছন্দে রয়েছে। আইএসএলের বাকি তাবড় তাবড় দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার এটাই সেরা সময় বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'আমরা এখন ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আইএসএলের বাকি দলগুলোর সঙ্গে তাল মেলাতে পারছি। একটা জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আইএসএলের দলগুলোর মধ্যে বিশাল পার্থক্য নেই। লিগ যথেষ্ট ওপেন। তাই হোম হোক বা অ্যাওয়ে, খুব বেশি পার্থক্য হবে না। আবহাওয়া, ওখানকার গরম একটু সমস্যায় ফেলতে পারে। তবে আমার মনে হয় সেটা বড় ফ্যাক্টর হবে না।' কয়েকদিন আগে মোহনবাগানের ঘরের মাঠে হোসে মোলিনার দলকে যথেষ্ট বেগ দেয় চেন্নাই। শেষদিকে জেসন কামিন্সের করা একমাত্র গোলে জেতে সবুজ মেরুন। সেই খেলা মাঠে বসে দেখেছেন অস্কার। তাই প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া যে সহজ হবে না, ভালভাবেই জানেন। অস্কার বলেন, 'চেন্নাই শক্তিশালী দল। অভিজ্ঞ কোচ রয়েছে। আইএসএলে সেরা তিন কোচের মধ্যে অন্যতম। দলটা ফিজিক্যাল ফুটবল খেলে। মোহনবাগানের বিরুদ্ধে দেখেছি। ভাল দল। তবে শেষ কয়েকটা ম্যাচে আশানুরূপ ফল পায়নি। এক পয়েন্ট নিয়েও ফ্যানদের খুশি করতে চাইবে। আমরা আমাদের ছন্দ অব্যাহত রাখার চেষ্টা করব।'
শুক্রবার সকালে কলকাতায় প্র্যাকটিস করে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ইস্টবেঙ্গল দল। আগের দিন দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি হেক্টর ইউস্তেকে। কিন্তু এদিক প্র্যাকটিস করেন। শনিবার চেন্নাই ম্যাচে খেলবেন হেক্টর। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরবেন নাওরেম মহেশ এবং নন্দকুমার। যার ফলে প্রথম একাদশ বাছতে সমস্যায় পড়তে হবে ব্রুজোকে। কারণ আগের দিন নজর কাড়েন পিভি বিষ্ণু। কাকে ছেড়ে, কাকে বাদ দেবেন! তবে এটাকে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হিসেবেই দেখছেন। জানান, দলে এমন কয়েকজন ফুটবলার রয়েছে যারা প্র্যাকটিসে নিজেদের উজাড় করে দেয়। নিয়মিত প্লেয়ারদের অনুপস্থিতিতে তাঁরা নিজেদের মেলে ধরার সুযোগ পায়। একই সঙ্গে দলের নিয়মিত ফুটবলারদেরও সেরাটা দেওয়ার তাগিদ থাকে। কারণ তাঁরা জানে জায়গা দখল করার জন্য কেউ রয়েছে। তিনটে হলুদ কার্ড রয়েছে ইস্টবেঙ্গলের তিন বিদেশির এটা কিছুটা চিন্তায় রাখছে অস্কারকে। জানান, অহেতুক কার্ড না দেখার চেষ্টা করতে হবে। একইসঙ্গে সেট পিস নিয়ে বাড়তি সতর্ক ইস্টবেঙ্গল কোচ। জানিয়ে দিলেন, ডেড বল সিচুয়েশনে গোল হজম করা চলবে না। চেন্নাইয়ের শক্তি এবং দুর্বলতা মেপে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাবে কলকাতায় প্রধান।
