ছোটপর্দা থেকে বড়পর্দায় পদার্পণ হয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর। এতদিন ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। দর্শক তাঁকে শেষবার ছোটপর্দায় দেখেছিলেন 'অনুরাগের ছোঁয়া'র মাধ্যমে। এই ধারাবাহিকটি প্রায় চার বছর ধরে চলেছে। এই মেগায় 'সূর্য'র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপরেই ভাগ্য বদলে যায় দিব্যজ্যোতির। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'তে চৈতন্যের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।
ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ঝলক। চৈতন্যের ভূমিকায় দিব্যজ্যোতিকে দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। অভিনেতার বড়পর্দায় কাজের খবর পাওয়ার পরেই অনুরাগীদের মনে প্রশ্ন ছিল কবে ছোটপর্দায় ফিরছেন দিব্যজ্যোতি? এবার এর জবাব তিনি নিজেই দিলেন।
আজকাল ডট ইন-এর দিব্যজ্যোতি বলেন, "ধারাবাহিকের প্রস্তাব যে আসেনি তা নয়। অনুরাগের ছোঁয়া চলাকালীনই বহু প্রস্তাব এসেছে। ধারাবাহিক শেষ হওয়ার পরেও বহু জায়গা থেকে বলেছিল। তবে ভাল চরিত্রের অপেক্ষায় আছি আমি। সেরকম মনের মতো চরিত্রে পেলে অবশ্যই ধারাবাহিকে ফিরব। কারণ, এখান থেকেই তো পরিচিতি পেয়েছি।"
প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি ঘিরে আগ্রহের পারদ উত্তরোত্তর চড়ছে। মুক্তির আগে থেকেই তুঙ্গে আলোচনা-চর্চা। ছবিতে তুলে ধরা হবে চৈতন্যদেবের জীবন, তাঁর দর্শন এবং তাঁকে ঘিরে নানা উল্লেখযোগ্য ঘটনাক্রম। তিনটি ভিন্ন সময়কালকে কেন্দ্র করে তিনটি গল্পের বুননেই গড়ে উঠবে এই ছবির আখ্যান।
দিব্যজ্যোতির কথায়, "এই প্ল্যাটফর্ম থেকেই পরিচিতি পেয়েছি। সেদিন দেখলাম নবীনার সামনে আমার লহ গৌরাঙ্গের নাম রে-এর পোস্টার। এটা দেখেই ভাবলাম যে, এই পরিচিতিটা আমায় দিয়েছে অনুরাগের ছোঁয়া-ই। তাই এই পরিচিতিটার জন্যই ছোটপর্দায় ফেরার ইচ্ছে তো অবশ্যই আছে।"
মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করে আপ্লুত দিব্যজ্যোতি। আজকাল ডট ইন-কে তিনি বলেন, “সৃজিত মুখোপাধ্যায় আমার ভীষণ পছন্দের পরিচালক। ওঁর ছবিতে কাজ করছি, আমার কাছে স্বপ্নপূরণের মতো। তা-ও আবার কেরিয়ারের প্রথম ছবি-ই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। আমি কতটা খুশি, ভাষায় প্রকাশ করতে পারব না। ওঁর পরিচালিত ছবি ‘জুলফিকার’ যখন দেখতে গিয়েছিলাম, তখন স্কুলে পড়ি। আর এখন তাঁর পরিচালনাতেই অভিনয় করছি, নিজেরই কেমন অবিশ্বাস্য লাগছে।”
প্রায় ৫০০ বছরের সময়কাল জুড়ে মহাপ্রভুকে ঘিরে যে তথ্য-সূত্র, যে রহস্য উন্মোচিত হয়নি—সেই অসমাপ্ত ‘জিগস-পাজল’ সমাধানের চেষ্টাই করতে চলেছেন ‘এই যুগের পরিচালক রাই’। ছবির মধ্যে ‘রাই’–এর ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা। আর রাইয়ের ছবিতে চৈতন্যের চরিত্রে থাকবেন যিনি—অর্থাৎ পার্থসারথির ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গিরিশ ঘোষের ভূমিকায় ব্রাত্য বসু, শ্রী রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে পার্থ ভৌমিক।
