আজকাল ওয়েবডেস্ক: বর্ষসেরা একাদশে লিওনেল মেসি নেই, এমনটা কেউ কল্পনাও করবেন না। এতদিন পর্যন্ত এটাই ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার  ফিফপ্রোর ২০২৪ সালের সেরা একাদশে জায়গাই পেলেন না আর্জেন্টিনার মহাতারকা লিও মেসি। ১১ জনের মধ্যে রিয়াল মাদ্রিদের সংখ্যাধিক্যই বেশি। রিয়ালের ৬ জন সদস্য রয়েছেন এই দলে। 

বিশ্বজুড়ে ফুটবলারদের সংস্থার (ফিফপ্রো) ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ ঘোষিত হয়। রিয়ালের ৬ জন ছাড়া, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির ৪ জন ফুটবলার রয়েছেন দলে। 

?ref_src=twsrc%5Etfw">December 9, 2024

 

৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছর সেরা একাদশ ঘোষণা করে ফিফপ্রো। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়ালের জুড বেলিংহ্যাম। কারভাহাল, রুডিগার, ব্যালন ডি'অর জয়ী রদ্রি প্রথমবারের জন্য বিশ্বসেরা একাদশে স্থান পেয়েছেন।

২০ বছর ধরে যে  দৃশ্য খুব স্বাভাবিক বলে ধরে নিয়েছিল ফুটবল মহল। এবার সেই ছবি দেখা গেল না। মেসিকে ছাড়াই তৈরি করা হল বিশ্ব একাদশ।