আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মা ফিট থাকলে এবং একই ভাবে ফর্ম বজায় রাখতে পারলে দু’জনেরই ভারতীয় দলে থাকা উচিত।

এমনটাই জানালেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর মতে, দু’জনই সাদা বলের ক্রিকেটে কিংবদন্তি। মর্কেল নিজে খেলোয়াড় থাকাকালীন বহু ম্যাচে তাঁদের বিরুদ্ধে বল করেছেন।

তাঁর মতে, তাঁদের অভিজ্ঞতা দলের জন্য অমূল্য এবং প্রতিপক্ষ বোলারদের ওপর বিশাল মানসিক চাপ তৈরি করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ শুরুর দুই দিন আগে রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মর্কেল বলেন, কোহলি-রোহিতের অভিজ্ঞতার কোনও বিকল্প নেই।

মর্কেলের ভাষায়, ‘হ্যাঁ, তারা দু’জনেই বড় মাপের খেলোয়াড়। যতদিন তারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত এবং ফিটনেস বজায় রাখবে, ততদিন তাদের মতো অভিজ্ঞতা অন্য কোথাও পাওয়া যাবে না। তারা ট্রফি জিতেছে, বড় টুর্নামেন্টে খেলতে জানে। যদি ফিট থাকে এবং শরীর অনুমতি দেয় তারা নিশ্চয়ই ২০২৭ বিশ্বকাপের জন্য উপযুক্ত।’

রোহিত-কোহলির বিরুদ্ধে খেলতে গিয়ে নিজের কেমন লাগত, তা-ও জানাতে ভোলেননি প্রাক্তন প্রোটিয়া পেসার। মর্কেল বলেন, ‘ওদের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছি। তাদের সামনে বল করতে গিয়ে বহুবার রাতে ঘুম নষ্ট হয়েছে। একজন বোলার জানে, রোহিত-কোহলির বিরুদ্ধে খেলতে নামলে প্রস্তুতি কতটা লাগে। তাই আমার মতে, অবশ্যই তাদের থাকা উচিত।’

যদিও পরিসংখ্যান বলছে, সব ফরম্যাট মিলিয়ে ২৮ ম্যাচে রোহিতের গড় মাত্র ১৪ মর্কেলের বিরুদ্ধে এবং সাতবার তিনি রোহিতকে আউট করেছেন।

অন্যদিকে কোহলি ছিল মর্কেলের জন্য বড় চ্যালেঞ্জ। ২৯ ম্যাচে কোহলির গড় ৪৭.৫৭, যদিও তাকে আটবার আউট করতে পেরেছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার।

এই বছর শুরুর দিকে টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই কোহলি-রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরে দু’জনই দুর্দান্ত পারফরম্যান্সে সমালোচকদের মুখ বন্ধ করেন।

সিডনিতে একদিনের ম্যাচে সেঞ্চুরি করে সিরিজের সেরা হন রোহিত। আর প্রথম দুই ম্যাচে ডাবল-ডাকের পর তৃতীয় ওয়ানডেতে ৭৪ রানে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন কোহলি।

বুধবার রাঁচিতে পৌঁছে দু’জনই নেট সেশনে ঘাম ঝরান। পাওয়ার হিটিংয়ে বিশেষ জোর দিতে দেখা যায় জুটিকে। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০–২ ব্যবধানে হারের দুঃখ এখনও ভারতীয় শিবিরে রয়ে গেছে।

তবে মর্কেলের দাবি, দলের সাপোর্ট স্টাফ ফলাফল নিয়ে হতাশ হলেও এখন ফোকাস পুরোপুরি সাদা বলের ক্রিকেটে। ৩০ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি–টোয়েন্টি খেলবে ভারত।

মর্কেল বলেন, ‘গত দু’সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক গেছে। তবে এখন পুরো শক্তি সাদা বলের ক্রিকেটে। রোহিত-কোহলিরা ফিরে আসায় দলে নতুন উদ্যম এসেছে। আগামী কয়েক সপ্তাহের জন্য আমরা উত্তেজিত।’.