এতদিন বক্রিপথে চলার পর এবার মার্গী হবেন শনি। আর তাতেই মালামাল হবে ৩ রাশি। সূর্যপুত্রের অঢেল আশীর্বাদ বর্ষাবে এঁদের উপর। যাতেই হাত দেবেন তাতেই ফলবে সোনা।
2
8
আগামী ২৮ নভেম্বর স্থান বদলাবে শনি। শুধু তাই নয়, এতদিন ধীর গতিতে বক্রিদশায় চলছিল এই গ্রহ। এবার তা হাঁটবে সোজা পথে। আর এর জেরেই কোন ৩ রাশির উপর ভাল প্রভাব পড়বে জেনে নিন।
3
8
কর্কট: কর্কট রাশির জাতকদের এই সময় কর্মক্ষেত্রে পদোন্নতির তুমুল সম্ভাবনা রয়েছে। বিগত কিছু সময় ধরে কর্মক্ষেত্রে যে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছিল তা কেটে যাবে। সহকর্মীদের সঙ্গে এই রাশির জাতকদের আবার সুসম্পর্ক তৈরি হবে।
4
8
কর্কট রাশির জাতকদের এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কেবল কর্মক্ষেত্র নয়, অন্যান্য সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।
5
8
মকর: কাজের জগতে নতুন সুযোগ পাবেন এই রাশির জাতকেরা। শুধু তাই নয়, আসতে পারে বিদেশ ভ্রমণের সুযোগও। শনি স্থান বদলালেই কর্মক্ষেত্রে মকর রাশির জাতকদের উন্নতি বাধা।
6
8
বহুদিন ধরে যে কাজ আটকে সেটা এই সময়ই করতে পারবেন মকর রাশির জাতকেরা। ভাই-বোনের সম্পর্ক ভাল এবং সুদৃঢ় হবে। প্রেমের সম্পর্কের পালে হাওয়া লাগবে। মাথা ঠান্ডা রেখে সমস্ত সমস্যার মোকাবিলা করলে জিত আপনারই।
7
8
মীন: মীন রাশির জাতকদের এই সময় হঠাৎ অর্থলাভের সুযোগ ঘটবে। স্থিতিশীলতা বজায় থাকবে আর্থিক দিকে। এতদিন আপনার যে কাজ আটকে রয়েছে, সেটাও এই সময় সফল হবে।
8
8
সব মিলিয়ে মীন রাশির জাতকদের এই সময় মানসিক শান্তি বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে। প্রয়োজনে বন্ধু এবং নিকট আত্মীয়দের সাহায্য পাবেন।