প্রায় শেষের পথে ২০২৫। আর মোটে একটা মাস হাতে পড়ে রয়েছে। তবে বছর শেষ হওয়ার আগেই মালামাল হতে পারে ৬ রাশি। হঠাৎ অর্থ-সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হওয়া সময়ের অপেক্ষা। কমবে খরচও। তবে তার জন্য করতে হবে সহজ টোটকা। তাহলেই হুহু করে টাকা আসবে।
2
6
২০২৫ সালের ডিসেম্বর মাসে যে ৬ রাশির জাতকদের অর্থনৈতিক দিক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে তারা হল বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং বৃশ্চিক। কর্মক্ষেত্রে উন্নতি থেকে নতুন আয়ের উৎস তৈরি হবে এই রাশির জাতকদের জন্য।
3
6
কিন্তু ব্যয় কমিয়ে আয় বাড়াতে চাইলে এই রাশির জাতকদের সহজ কিছু টোটকা করতে হবে। কী? প্রথমত কুবের মন্ত্র পাঠ করুন। এই মন্ত্র পাঠ করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে, সম্পদ বাড়ে। আগামী মাসের প্রতি শুক্রবার এবং বুধবার সন্ধ্যায় এই মন্ত্র পাঠ করুন।
4
6
দ্বিতীয়ত, একটা লাল কাপড়ের মধ্যে এক টাকার একটি কয়েন, দু'টো এলাচ এবং দু'টো লবঙ্গ নিন। সেটাকে পুঁটলির মতো বাঁধুন। এবার এই পুঁটলিকে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রেখে এক রাতের জন্য। পরদিন সকালে স্নান করে দেবীর পায়ের কাছ থেকে এই পুঁটলি তুলে পার্স বা ওয়ালেটে রেখে দিন।
5
6
সবুজ পোশাক বেশি করে পরুন এই মাসে। সবুজ রং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এছাড়া গরু এবং পাখিদের খাওয়াতে পারেন।
6
6
দেবী লক্ষ্মীর আরাধনা করুন। ঠাকুরের সিংহাসন, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। লক্ষ্মী পাঁচালি পরুন বৃহস্পতিবার করে। এই সহজ টোটকা মেনে চললেই মালামাল হয়ে যাবেন আপনি।