আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ভয়াবহ পথ দু্র্ঘটনা৷ ঘটনায় প্রাণ গেল স্কুল পড়ুয়ার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রের নাম অরণ্য চক্রবর্তী। শুক্রবার সকালে সে সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল৷ কাশীপুর বিটি রোড দিয়ে যাচ্ছিল সে। এমন সময় আচমকা এক বেপরোয়া বাস এসে তার সাইকেলে ধাক্কা দেয়৷ ফলস্বরূপ ঘটনাস্থলেই প্রাণ হারায় বছর ১৫ এর ওই কিশোর৷ ঘটনার জেরে বাসটিকে আটক করা হয়েছে৷ বর্তমানে চালক ফেরার৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর বরানগরের বাসিন্দা। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সকাল ১১ টা নাগাদ অরণ্য সাইকেলে চেপে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল৷ মাঝপথে একটি বেসরকারি বাস আচমকা তার সাইকেলে ধাক্কা দেয়৷ নিমেষে সাইকেল থেকে ছিটকে পড়ে অরণ্য। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। আহত অরণ্যকে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে কাশীপুর বিটি রোডে চরম বিক্ষোভ দেখান এলাকাবাসী৷ ট্রাফিক পুলিশের দায়িত্ব নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন স্থানীয়রা। স্থানীয়দের একাংশের অভিযোগ, দিনের পর দিন বাসগুলির রেষারেষিতে প্রাণ যায় সাধারণ পথচারীদের।
অন্যদিকে, চলতি সপ্তাহেই সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা। আহত এক বৃদ্ধ ও বৃদ্ধা। আচমকা বাসের ধাক্কায় গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। ঘটনার জেরে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহত দুজনকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন বৃদ্ধার মৃত্যু হয়।
জানা গিয়েছে, বৃদ্ধার নাম আরতি দাস (৬০)। আহত বৃদ্ধ অসীম দাস(৭০) তাঁর স্বামী। কয়েক মাস ধরে দুই ছেলের খোঁজ না পেয়ে সল্টলেক সেক্টর ফাইভে খুঁজতে এসেছিলেন বৃদ্ধ দম্পতি। স্ত্রী'কে হারিয়ে পুলিশকে এমনটাই জানিয়েছেন সোদপুর নাটাগড়ের বাসিন্দা বৃদ্ধ অসীম দাস। ঘাতক বাস ও অভিযুক্ত বাসের চালককে ইতিমধ্যেই আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কলকাতার দিক থেকে থেকে সল্টলেক সেক্টর ফাইভে আসছিলো একটি বাস। কলেজ মোড়ে টার্ন নেওয়ার সময় বৃদ্ধ-বৃদ্ধা দুজনকে ধাক্কা মারে। মুহূর্তে ছিটকে পড়েন দম্পতি। গুরতর আহত অবস্থায় উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর নবদিগন্ত ট্রাফিক পুলিশ। বাসটিকে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। বর্তমানে বিধাননগর মহকুমা হাসপাতালে বৃদ্ধ অসীমবাবুর চিকিৎসা চলছে।
