কেবল রাশি, জন্মসংখ্যা নয়। আপনার নক্ষত্র বলে দেবে আপনার গুণাবলী। তবে এই বিশেষ নক্ষত্রগুলোর জাতিকা যাঁরা হন তাঁরা আদতেই 'লক্ষ্মী' হন। যে বাড়িতে বিয়ে করে প্রবেশ করেন সেখানেই এঁরা ধনসম্পদ নিয়ে আসেন। সংসারের শ্রীবৃদ্ধি হয়। আপনিও কি আছেন তালিকায়?
2
6
অশ্বিনী: এই নক্ষত্রের জাতিকাদের ভাগ্যের জেরে তাঁদের স্বামীর ভাগ্য বদলায়। অর্থ, কাজের সুযোগ হঠাৎ করেই জীবনে আসতে থাকে। বাড়ে ঝুঁকি নেওয়ার সাহস। এই নক্ষত্রের জাতিকারা আপনাকে পথ দেখাবে যখনই আপনি পথভ্রষ্ট হবেন।
3
6
কৃত্তিকা: এই নক্ষত্রের জাতিকারা আপনার জীবনে এলে আলস্য, অসততা, ভয় ল্যাজ তুলে পালাবে। তাঁর প্রভাব এতটাই শক্তিশালী যে হয় সবাই তাঁকে ঘৃণা করবেন, অথবা তাঁর গুণ এবং কথা শুনে চললে আপনার উন্নতি পাকা।
4
6
রোহিণী: এই নক্ষত্রের জাতিকারা যা ছোঁয় তাই সোনা হয়। ফলে এঁরা আপনার জীবনে এলে খ্যাতি, অর্থ, প্রতিপত্তি আপনাআপনি আসবে। আপনি তাঁকে যা দেবেন, তিনি সেটাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন।
5
6
আর্দ্রা: এই নক্ষত্রের জাতিকারা সমস্ত ভুল ধারণা ভেঙে গভীরভাবে ভাবতে, বুঝতে শেখায়। তেতো হলেও, সত্যকে সামনে আনে।
6
6
পূর্ণবসু: এই নক্ষত্রের জাতিকারা আশা নিয়ে আসে জীবনে। সৌভাগ্য এবং প্রতিপত্তি হাত ধরাধরি করে চলে এই নক্ষত্রের জাতিকাদের সঙ্গে। এঁদের সঙ্গে বিয়ে হলে আপনার সংসারের শ্রীবৃদ্ধি হওয়া অবশ্যম্ভাবী।