আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে! এসআইআর শুরু হতেই সামনে এল প্রকৃত তথ্য। জানা গিয়েছে, মিথ্যা তথ্য দিয়ে ভারতীয় নাগরিক জিয়াদ আলি দফাদার-এর ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজের ভোটার ও আধার কার্ড বানিয়ে নিয়েছিলেন। অভিযুক্ত মাহাবুর দফাদার বলে জানা গিয়েছে। ভোটার ও আধার কার্ড ছাড়াও তিনি আরও বেশ কিছু ভারতীয় নথি নিজের নামে করে নেন বলে অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার এক নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া পঞ্চায়েতের ৭৫ নম্বর বুথের বলে জানা গিয়েছে।
অভিযোগ, জিয়াদ আলি দফাদার চার বছর আগে হঠাৎই দেখেন ভোটার তালিকায় মাহাবুর দফাদার নামে এক ব্যক্তির নাম রয়েছে। যেখানে তাঁকে বাবা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। বিষয়টি চোখে পড়তে তিনি প্রথমে অবাক হয়ে যান। এরপর খোঁজখবর নিয়ে দেখেন যে তাকে বাবা সাজিয়ে শুধু ভোটার বা আধার কার্ড নয়, নাগরিকের প্রয়োজনীয় সমস্ত রকম সরকারি নথি ওই ব্যক্তি বানিয়ে ফেলেছে। এরপর জিয়াদ আলী দফাদার বসিরহাট ব্লক অফিস এবং বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ২০২৪ সালে ফের তিনি এবিষয়ে অভিযোগ দায়ের করেন। এবার এসআইআর চালু হয়েছে এবং সেই সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। এবারও বিভিন্ন দপ্তরে জিয়াদ অভিযোগ দায়ের করেছেন । যাতে এই ব্যক্তির ভোটার তালিকা থেকে তাঁর নাম বাবা হিসেবে বাদ যায়।
এবিষয়ে মাহাবুর দফাদার-এর বক্তব্য না পাওয়া গেলেও তার স্ত্রী স্বীকার করে নেন, তখন বুঝতে পারিনি, তাই ভুল করে হয়ে গিয়েছে। তাঁরা এসআইআর ফর্ম জমা দেননি বলেও মাহাবুরের স্ত্রী জানান। পাশাপাশি এটাও স্বীকার করেন, মাহাবুর দফাদার এর বাড়ি বাংলাদেশের ডুমুরিয়া জেলায়।
