আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিয়ে চর্চা চলছে। এবার তাতে যোগ দিলেন মহম্মদ ইউসুফ। পাকিস্তানের তারকা ক্রিকেটারের দাবি, বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে না থাকায়, দর্শকসংখ্যায় প্রভাব পড়বে। ওপার বাংলার ক্রিকেট ভক্তরা টিভির পর্দায় চোখ রাখবে না। নিজের এক্স হ্যান্ডেলে এমন অভিমত জানান ইউসুফ। বাংলাদেশের ভারতে না খেলার আর্জি শেষপর্যন্ত খারিজ করে দেয় আইসিসি। বাংলাদেশের পরিবর্তে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের দাবি, এমন সিদ্ধান্ত বিশ্বকাপের ভিউয়ারশিপে বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু এমন হওয়ার সম্ভাবনা যে নেই, সেটা সোশ্যাল মিডিয়ায় তাঁকে জানিয়ে দেওয়া হয়। সরব হয় ক্রিকেট ভক্তরা। 

ইউসুফ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'বাংলাদেশের যতজন বিশ্বকাপের খেলা দেখে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান মিলেও সেই জায়গায় পৌঁছতে পারবে না। ১০টা দেশ মিলিয়ে হয়ত ১৭৮ মিলিয়ন মানুষ বিশ্বকাপ দেখবে। সেখানে বাংলাদেশ একাই ১৭৬ মিলিয়ন ভিউয়ারশিপ দেয়। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন যথাযথ ছিল। এটা আইসিসিকে নিয়ে প্রশ্ন তুলে দিল। নির্দিষ্ট কাউকে প্রাধান্য দিলে, স্বচ্ছতা থাকে না। ক্রিকেট কারোর দ্বারা প্রভাবিত হতে পারে না।' প্রাক্তন পাক তারকার এই দাবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝাঁপিয়ে পড়ে একদল সমর্থক। ইউসুফের ভুল শুধরে দেয় ক্রিকেট ভক্তরা। 

এক সমর্থক লেখেন, 'ক্রিকেট ভিউয়ারশিপ নয়, এই পরিসংখ্যান সেই দেশগুলোর জনসংখ্যা। বাংলাদেশের গ্লোবাল ভিউয়ারশিপে ৪-৫ শতাংশ। সেখানে অস্ট্রেলিয়ায় অনেক বেশি মানুষ ক্রিকেট দেখে।' চোখে আঙুল দিয়ে ইউসুফের ভুল দেখিয়ে দেন ক্রিকেট ভক্তরা। প্রসঙ্গত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর, পাকিস্তানও আইসিসির মেগা টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করে। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও বৈঠকে বসেন পিসিবির প্রধান মহসিন নাকভি। তাঁরা বিশ্বকাপে খেলবে কিনা সেই নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য ঝুলে রয়েছে। তবে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে গেলে, আইসিসির বড় শাস্তির কোপে পড়তে হবে। একইসঙ্গে বোর্ডের প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হবে। তাই শেষপর্যন্ত হয়ত নিজেদের কথা ভেবেই বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেবে পাকিস্তান। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই ঝামেলার সূত্রপাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। শেষপর্যন্ত নিজেদের সিদ্ধাতে অনড় থাকে বিসিবির কর্তারা। আইসিসি একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও, কর্ণপাত করেননি। যার ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছেঁটে ফেলা হয়। সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।