আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। নিরাপত্তার সমস্যা রয়েছে এই দাবি করে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। পরিবর্তে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আইসিসি সেই দাবি মানেনি। 


অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপও ভাল যায়নি বাংলাদেশের। ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে। এরপরেই আইসিসির বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবি’‌র দাবি, ছোটদের বিশ্বকাপে নাকি তাদের দলকে হেনস্থা করা হয়েছে। আইসিসির বিরুদ্ধে এমনই অভিযোগ বিসিবির। বাংলাদেশের সূচি হঠাৎ বদলে দেওয়ার অভিযোগ করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুল বাশার। বাশারের কথায়, ‘‌ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ক্রিকেটারদের যাত্রার ধকল কমাতে আমরা নিজেদের খরচে বিমানের ব্যবস্থা করেছিলাম। কারণ বাসে গেলে অনেক সময় লাগত। ওখানে সরাসরি বিমান পাওয়ার সমস্যা ছিল। প্রথমে আমাদের প্রথম দুটো প্রস্তুতি ম্যাচ ছিল মাসভিঙ্গোতে। কিন্তু আইসিসি হঠাৎ একটি ম্যাচের জায়গা বদলে দেয়। তাতে আমাদের দলকে সমস্যায় পড়তে হয়।’


এরপরই বাশার যোগ করেছেন, ‘‌ছোটদের বিশ্বকাপে আমাদের ক্রিকেটারদের প্রচুর দৌড়তে হয়েছে। অনুশীলন ম্যাচগুলো ছিল মাসভিঙ্গোতে। আর বিশ্বকাপের ম্যাচ ছিল বুলাওয়াওতে। দু’টি জায়গার দূরত্ব সড়ক পথে ৪ ঘণ্টার। তা–ও অবশ্য ঠিক ছিল। কিন্তু আইসিসি হঠাৎ সূচি বদল করে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়। ফলে প্রস্তুতির সময় ক্রিকেটারদের যাতায়াতের বাড়তি ধকল নিতে হয়েছে।’


বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের অভিযোগ, আইসিসিকে সমস্যার কথা জানিয়েও নাকি কোনও লাভ হয়নি। বাশার বলেছেন, ‘প্রতিযোগিতা শুরুর আগেই এত যাতায়াতের ধকল বা সমস্যার কথা আইসিসিকে জানানো হয়েছিল। আমাদের প্রস্তুতি ম্যাচ দুটো একই জায়গায় দেওয়ার অনুরোধ করা হয়েছিল অতিরিক্ত ধকলের কথা ভেবে। অথচ আমাদের কোনও কথা শোনা হয়নি। আমরা জানি, প্রতিযোগিতা শুরুর পর সূচি পরিবর্তন করা যায় না। তাই আগেই বলা হয়েছিল।’


যদিও ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের দ্রুত বিদায়ের কারণ হিসাবে নিজেদের ব্যর্থতার কথাও নেমে নিয়েছেন বাশার। তাঁর কথায়, ‘আমরা ভাল খেলতে পারিনি। ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে পারিনি।’‌