ব্যাঙ্কের এটিএম মেশিনে গিয়ে অনেকেই খুচরো নিয়ে সমস্যায় পড়েন। সেখানে বর্তমানে ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটই থাকে।
2
9
এখানেই কেন্দ্রীয় সরকার একটি নতুন দিক চিন্তাভাবনা করছে। তারা নতুন ধরণের এটিএম মেশিনকে বাজারে নিয়ে আসার কথা ভাবছে।
3
9
নতুন এটিএম মেশিনে থাকবে ১০ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার ব্যাঙ্কনোট। ফলে সেখান থেকে নির্দিষ্ট বোতাম ব্যবহার করে নিজের ইচ্ছামতো নোট আপনি পেতে পারবেন।
4
9
নতুন এই এটিএম তৈরির কাজ চলছে। দ্রুত এটি অনুমোদন হলেই বাজারে চলে আসবে। সেদিক থেকে খুচরো সমস্যা বাজার থেকে অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।
5
9
এতদিন ধরে দেশের যেকোনও এটিএম মেশিন থেকে শুধু ৫০০ টাকার নোটই থাকত। তবে কয়েকমাস আগে এই সিদ্ধান্তটি বদল করা হয়েছে। তাই এখন সেখানে ১০০ এবং ২০০ টাকার নোট মিলছে।
6
9
দেশের মানুষের হাতে যাতে পর্যাপ্ত খুচরো থাকে সেদিকে জোর দিতেই এই ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। তবে কবে থেকে এটি কার্যকর করা হবে সেটি জানা যায়নি।
7
9
বাজারে গিয়ে যে খুচরোগুলি নিয়ে সবথেকে বেশি সমস্যা হয় সেগুলি হল ১০, ২০ এবং ৫০ টাকার নোট। তাই সেগুলিকে বাজারে আরও বেশি করে নিয়ে আসা হবে।
8
9
তবে নতুন এই এটিএম মেশিনটির কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। এই ধরণের এটিএমে মেশিনগুলিতে যাতে পর্যাপ্ত নিরাপত্তা থাকে সেদিকেও জোর দেওয়া হবে।
9
9
দেশের অর্থনীতিতে খুচরো একটি বিরাট সমস্যা। তাই এবার সেটিকে সমাধান করতেই নেমেছে কেন্দ্রীয় সরকার। এবার নতুন এটিএম মেশিন কবে থেকে শুরু হবে সেটাই দেখার।