আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে স্বপ্নের ক্রিকেট খেলছেন অভিষেক শর্মা। ওপেন করতে নেমে শুরুতেই ঝড় তুলছেন তিনি। তাঁর ব্যাটিং প্রশংসিত হয়েছে সর্বত্র। ওয়াঘার ওপার থেকেও ভেসে আসছে প্রশংসা। এই আবহেই ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও অনুজ অভিষেকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ভারতের তরুণ তুর্কির সঙ্গে তুলনায় টেনেছেন ক্রিস গেইলের।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও তৃতীয় ওয়ানডেতে বিধ্বংসী মেজাজে ধরা দিয়েছিলেন অভিষেক। কাইফ ইউটিউব চ্যানেলে বলছেন, ''সাধারণত, যারা অভিষেকের মতো খেলে, তারা ধারাবাহিক হয় না। আমি এরকম অনেক বড় নামের খেলোয়াড়কে দেখেছি। ক্রিস গেইল একই রকম ভাবে খেলত।বড় শট খেলার চেষ্টা করত। আবার বুদ্ধিদীপ্ত ক্রিকেটও খেলত। গেইলও মেডেন ওভার দিয়েছে। বেঙ্গালুরুর মতো পিচ যেখানে সুবিধা পাওয়ায় যায় সেখানেও প্রথম ওভারটা সাবধানে খেলত। তারপরে রানের গতি বাড়াত।"
অভিষেকও তেমনই। শুরু থেকেই রানের গতি বাড়ানোর দিকে নজর থাকে তাঁর। কাইফ বলছেন, ''অভিষেক শর্মার চোখ সেট করার জন্য সময় নিতে হয় না। শুরু থেকেই আক্রমণের রাস্তা নেয়। অভিষেককে প্রশংসা করে শেষ করা যাবে না। এই ধরনের ব্যাটসম্যানরা সাধারণত ধারাবাহিক হয় না। একটা ভাল ইনিংসের পর কয়েকটি ম্যাচে ব্যর্থ হয়। কিন্তু অভিষেকের খেলার ধরন নজর করে দেখুন। প্রতিটি ম্যাচেই নিজেকে প্রমাণ করে। ১২-১৪ বল খেললেও অভিষেক ৬০-৭০ রান করে ফেলে। এটাই অভিষেককে ম্যাচ উইনার বানিয়েছে। অভিষেক শর্মা যদি ফর্মে থাকে, তাহলে ভারতের জয় প্রায় নিশ্চিত।''
এবারের বিশ্বকাপে অভিষেক শর্মাকেই সূর্যকুমার যাদবের হাতের তুরুপের তাস বলে মনে করা হচ্ছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে ১৫২ রান করেছেন অভিষেক শর্মা। রান সংগ্রহের দিক থেকে দুই নম্বরে তিনি। সকালের শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। সেখানেই অভিষেক শর্মা ঝড় তুলছেন ব্যাট হাতে।
