গ্রহের চালের প্রভাব সরাসরি পড়ে মানব জীবনের উপর। আর যদি গ্রহ যুদ্ধ বাঁধে, তবে তার নেতিবাচক প্রভাব যে রাশির উপর পড়ে তাঁদের জীবন ছারখার হয়ে যায়। কিন্তু কী এই গ্রহ যুদ্ধ? জ্যোতিষশাস্ত্র মতে, যখন দুই বা তার বেশি সংখ্যক গ্রহ একই রাশিতে প্রায় একই শক্তি নিয়ে অবস্থান করে এবং কাছাকাছি চলে আসে তখনই গ্রহ যুদ্ধ বাঁধে। এই সময় গ্রহগুলোর ইতিবাচক শক্তি হ্রাস পায়, বেড়ে যায় নেতিবাচক ক্ষমতা। স্বাভাবিক ভাবেই তাই এই অবস্থাকে অশুভ বলে মনে করা হয়। ছবি- সংগৃহীত
2
10
২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই গ্রহ যুদ্ধের অবস্থা তৈরি হবে। বুধ এবং শুক্রের টক্করের কারণে মাশুল গুনতে হবে ৪ রাশির জাতকদের। একের পর এক বাধা নেমে আসবে তাঁদের জীবনে। সমস্যার মোকাবিলা করতে করতে নাজেহাল হয়ে যাবেন। ছবি- সংগৃহীত
3
10
কর্কট: এই রাশির জাতকদের জন্য এই সময়টা মোটেই ভাল কাটবে না। পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি, ঝগড়া, অশান্তি হবে। আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। প্রেম জীবন টালমাটাল হবে। দাম্পত্য জীবনেও খারাপ প্রভাব পড়তে পারে। ছবি- সংগৃহীত
4
10
এই কুপ্রভাবের হাত থেকে বাঁচাতে কী করণীয়? অত্যন্ত ভেবে চিন্তে কথা বলুন বা প্রতিক্রিয়া দিন। মনকে শান্ত রাখুন। বিনিয়োগ করার আগে ভাল করে বিবেচনা করুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ছবি- সংগৃহীত
5
10
তুলা: সঠিক সিদ্ধান্ত প্রায় নিতেই পারবেন না এই সময় এই রাশির জাতকেরা। মানসিক অশান্তি এবং চাপের মধ্যে দিন কাটাতে হবে। বন্ধুদের থেকে ঠকতে পারেন। প্রেমের সম্পর্কে নানা জটিলতা তৈরি হবে। ছবি- সংগৃহীত
6
10
২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনও রকম আর্থিক বিনিয়োগ না করাই ভাল। রাস্তাঘাটে চলাচলের সময় সতর্ক থাকুন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। ছবি- সংগৃহীত
7
10
মীন: এই রাশির জাতকদের এই সময় একাধিক টানাপোড়েনের মধ্যে দিয়ে সময় কাটাতে হবে। পরিবারে ছোটখাটো অশান্তি লেগেই থাকবে। যার কারণে মন মেজাজ বিশেষ ভাল থাকবে না। ছবি- সংগৃহীত
8
10
সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। কোনও রকম হঠকারিতা না করাই শ্রেয়। নতুন কোনও কাজ এই সময় শুরু করবেন না। পুজো পাঠে মন দিন। তর্ক, ঝামেলা এড়িয়ে চলুন। ছবি- সংগৃহীত
9
10
মকর: পারিবারিক চাপ অতিরিক্ত বেড়ে যাবে। সমস্ত ধরনের সম্পর্কে কুপ্রভাব পড়বে বুধ এবং শুক্রের এই গ্রহ যুদ্ধের কারণে। সঙ্গীর সঙ্গে মন কষাকষির কারণে সম্পর্ক তলানিতে ঠেকতে পারে। কোনও বিষয়ে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে, যার কারণে মানসিক অশান্তি ভোগ করবেন। ছবি- সংগৃহীত
10
10
কোনও নতুন প্রজেক্ট এই সময় শুরু করবেন না। কোনও বিষয়ে কাউকে কথা দেবেন না। কোথাও যাওয়ার সময় হুটোপুটি করবেন না, রাস্তা দেখে পারাপার করুন। বিনিয়োগ করার আগে বড়দের সঙ্গে পরামর্শ করুন। বা ৩১ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগ করা এড়িয়ে চলুন। ছবি- সংগৃহীত