অভিনয় আর সংগীত-দু’দিকেই সমান দাপট দেখানো এই তারকা নিজেকে শুধু ‘স্টার কিড’ তকমায় আটকে রাখেননি। বরং তেলুগু, তামিল ও হিন্দি-তিন ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা পোক্ত করেছেন ধারাবাহিক সাফল্যের মাধ্যমে। সালার-এর মতো হাজার কোটি টাকার ছবির অংশ হয়ে আজ তিনি দেশের অন্যতম ব্যাঙ্কেবল অভিনেত্রীদের একজন। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক, তাঁর কেরিয়ারের এমন ৭টি ছবি যেগুলো তাঁর অভিনয়ের পরিসরকে সবচেয়ে ভালভাবে তুলে ধরে। পাশাপাশি হদিস রইল কোথায় দেখতে পাবেন সেগুলো।
2
7
গব্বর সিং (২০১২): হরিশ শঙ্কর পরিচালিত এই তেলুগু অ্যাকশন-কমেডিতে পবন কল্যাণের বিপরীতে শ্রুতি হাসান অভিনয় করেন ভাগ্যলক্ষ্মীর চরিত্রে। গ্রামবাংলার পটভূমিতে পুলিশ অফিসার গব্বর সিংয়ের অপরাধ দমনের গল্প বক্স অফিসে ঝড় তোলে।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম : ইউটিউব, অ্যামাজন প্রাইম ভিডিও
3
7
লাক (২০০৯): দক্ষিণ আফ্রিকার পটভূমিতে নির্মিত এই হিন্দি অ্যাকশন থ্রিলারেই বড় পর্দায় অভিষেক হয় শ্রুতির। ইমরান খান, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী ও ড্যানি ডেনজংপা অভিনীত ছবিতে ভাগ্যের সঙ্গে মৃত্যুর ভয়ঙ্কর খেলাই মূল আকর্ষণ।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও, ইউটিউব
4
7
রামাইয়া বাস্তাভাইয়া (২০১৩): প্রভু দেবা পরিচালিত এই রোম্যান্টিক ড্রামায় পাঞ্জাবি গ্রামের সহজ-সরল মেয়ে সোনার চরিত্রে শ্রুতি নজর কাড়েন। শহুরে প্রেম আর গ্রামীণ মূল্যবোধের সংঘাত—এই ছবির আবেগই বড় শক্তি।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: জি৫
5
7
সালার: পার্ট ১ – সিজফায়ার (২০২৩)
প্রশান্ত নীল পরিচালিত এই হাই-অকটেন অ্যাকশন এপিকে প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় শ্রুতি হাসানকে। খনসার শহররাষ্ট্রের ক্ষমতার লড়াইয়ে ছবিটি বক্স অফিসে ইতিহাস গড়ে।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স, জিওহটস্টার
6
7
শ্রীমন্তুদু (২০১৫)
করটালা শিবা পরিচালিত এই সামাজিক অ্যাকশন ড্রামায় মহেশ বাবুর বিপরীতে শ্রুতি হাজির হন চারুসীলা চরিত্রে। গ্রাম পুনর্গঠনের ভাবনাকে কেন্দ্র করে বাণিজ্যিক সিনেমার সঙ্গে সামাজিক বার্তার সফল মেলবন্ধন।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: জি৫, অ্যামাজন প্রাইম ভিডিও
7
7
ওয়েলকাম ব্যাক (২০১৫)
অনিস বাজমি পরিচালিত এই হিন্দি কমেডিতে রঞ্জনা চরিত্রে শ্রুতি যোগ করেন নতুন রঙ। অনিল কাপুর, নানা পাটেকর, জন আব্রাহামদের সঙ্গে তাঁর উপস্থিতি ছবির বিশৃঙ্খল মজায় বাড়তি মাত্রা যোগ করে।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও